শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

যত গোল তত লাভ মারিয়াদের

ক্রীড়া প্রতিবেদক

যত গোল তত লাভ মারিয়াদের

একটা ম্যাচে দুর্দান্ত খেলেই এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে পয়েন্ট তালিকায় বাংলাদেশের সমান্তরালে উঠে এলো ভিয়েতনাম। মারিয়া মান্ডারা দুই ম্যাচে ১৮ গোল করেছিল। দুই ম্যাচে ১৮ গোল করেছে ভিয়েতনামও। বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড খেলতে হলে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের সামনে কেবল জয়ই নয়, গোল ব্যবধানও একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আজ বড় জয়ের লক্ষ্যেই খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। পয়েন্ট সমান হলে গোল ব্যবধানই পার্থক্য গড়ে দিবে।

আজ সকালে মুখোমুখি হচ্ছে ভিয়েতনাম-লেবানন। এই ম্যাচের ফলাফলের ওপর অনেক কিছুই নির্ভর করছে। ম্যাচটা ড্র হলে বাংলাদেশের মেয়েরা সবচেয়ে বেশি সুবিধা পাবে। ভিয়েতনাম হেরে গেলেও সুবিধা পাবেন মারিয়ারা। তবে অধিনায়ক মারিয়াসহ বেশ কয়েকজনের হলুদ কার্ড রয়েছে। এই কারণে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অনেককেই মাঠে দেখা নাও যেতে পারে। অবশ্য সকালের ম্যাচ দেখেই দল মাঠে নামাবেন কোচ গোলাম রব্বানী ছোটন। অধিনায়ক মারিয়া মান্ডা অবশ্য সব ম্যাচ জিতেই দ্বিতীয় রাউন্ডে যেতে চান। তিনি বলেন, ‘আমরা সব ম্যাচ জিতেই পরের রাউন্ডে উঠতে চাই। সবার কাছে দোয়া চাই যাতে ভালো খেলা উপহার দিতে পারি।’ বাছাই পর্ব থেকে এরই মধ্যে ছিটকে গেছে বাহরাইন। তারা তিন ম্যাচ খেলে ৩২ গোল হজম করেছে। কোনো গোলই করতে পারেনি। সংযুক্ত আরব আমিরাতও বিদায়ের পথেই। গত দুই ম্যাচে তারা ১০ গোল হজম করেছে। বাংলাদেশের মেয়েরা কত গোল দেয় এবার তাই দেখার বিষয়।

সর্বশেষ খবর