শিরোনাম
রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রশংসায় ভাসছে বসুন্ধরা কিংস

নীলফামারী প্রতিনিধি

প্রশংসায় ভাসছে বসুন্ধরা কিংস

সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বসুন্ধরা কিংসের ফুটবলারদের সঙ্গে পরিচিত হচ্ছেন

বসুন্ধরা কিংসকে ধন্যবাদ জানাতেই হয়। তারা পেশাদার লিগের জন্য হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে নীলফামারীকে। এতে করে এই অঞ্চলের ফুটবল নতুনভাবে জেগে উঠবে। কেননা বসুন্ধরা কিংস দেশি ও বিদেশি মিলিয়ে তারকানির্ভর দল গড়েছে। এদের খেলা দেখতে লিগে গ্যালারিতে ঠিকই দর্শকরা ছুটে আসবেন। তাদের খেলা দেখে অনুপ্রাণিত হবে তরুণরা। আমার বিশ্বাস বসুন্ধরা কিংস হোম ভেন্যু করায় উত্তরাঞ্চলে ফুটবলে প্রতিভার সন্ধান মিলবে। কথাগুলো বলছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি এই অঞ্চলেরই সংসদ সদস্য। শুক্রবার শেখ কামাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও নিউ রেডিয়্যান্টের প্রীতি ম্যাচ শুরুর আগে তিনি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। আসাদুজ্জামান বলেন, ‘দিনটি নীলফামারীবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই প্রথম এখানে ক্লাব পর্যায়ে আন্তর্জাতিক প্রীতিম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। বসুন্ধরা নীলফামারীতে এই ম্যাচ আয়োজন করেছে বলেই নীলফামারী বা উত্তরাঞ্চলের দর্শকরা গ্যালারিতে বসে বিশ্বকাপে খেলোয়াড় কলিন ড্রেসের খেলা উপভোগ করছে। এ জন্য আমি বসুন্ধরা কিংসের ভূয়সী প্রশংসা করছি। আমার বিশ্বাস বসুন্ধরা কিংসের মতো অন্য ক্লাব দেশের ফুটবল উন্নয়নে এগিয়ে আসবে।’

এদিকে বড় ব্যবধানে জিতলেও বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান বলেন, ‘মালদ্বীপ চ্যাম্পিয়নকে হারানো অবশ্য গৌরবের।

এই প্রাপ্তি শুধু বসুন্ধরা কিংসের নয় দেশেরও গৌরব। তবে এমন জয়ের পরও দলের ভিতর কিছু ত্রুটি খুঁজে পাওয়া গেছে। কোচ অস্কার নিশ্চয় এসব চিহ্নিত করেছেন। সামনে আরও কটি প্রীতি ম্যাচ খেলার কর্মসূচি রয়েছে। আমার বিশ্বাস সেখানেই ভুলত্রুটি শোধরিয়ে পেশাদার লিগে নামতে পারব।

স্প্যানিশ কোচ অস্কার ব্রজোনও বলেছেন, ‘নিউ রেডিয়্যান্টের মতো শক্তিশালী দলের বিপক্ষে এতটা সহজভাবে আমরা জিতবো ভাবতেও পারেনি। তবে ম্যাচে বেশ ভুল চোখে পড়েছে। তা নিয়ে কাজ করতে হবে।’ বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ বলেন, ‘নীলফামারীবাসীকে ধন্যবাদ জানাই। তারা আমাদের ডাকে সাড়া দিয়ে প্রীতিম্যাচ সফল করে তুলেছেন। সামনে পেশাদার লিগে আমাদের বেশ কটি ম্যাচ এখানে হবে। আশা রাখি দর্শকদের সমর্থন পেয়ে বসুন্ধরা কিংস লিগেও বিজয় পতাকা ওড়াবে।’

সর্বশেষ খবর