মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শ্রীলঙ্কায়ও ঝামেলা পাকাচ্ছেন হাতুরা!

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কায়ও ঝামেলা পাকাচ্ছেন হাতুরা!

কোচ হাতুরা সিংহে শ্রীলঙ্কাতেও ঝামেলা পাকাচ্ছেন। এশিয়া কাপে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে শ্রীলঙ্কা। গ্রুপ ম্যাচে তারা বাংলাদেশ ও আফগানিস্তানের কাছে শোচনীয় হার মেনেছে। এমন ব্যর্থতায় শ্রীলঙ্কা বোর্ড নাকি নতুন কোচ নিয়োগের চিন্তা-ভাবনা করছে। কিন্তু হাতুরা বলেছেন, যোগ্য নেতৃত্বের অভাবে শ্রীলঙ্কার ভরাডুবি ঘটেছে। ইতিমধ্যে অ্যাঞ্জেলো ম্যাথুসকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বোর্ড বলছে এটা নির্বাচকদের সিদ্ধান্ত। কিন্তু এর পেছনে হাতুরার হাত রয়েছে তা লঙ্কান মিডিয়াতেই প্রকাশ হয়েছে। নেতৃত্ব হারানোর পর ম্যাথুস লঙ্কান বোর্ডকে যে চিঠি দিয়েছেন, তাতে বেরিয়ে এসেছে কোচ হাতুরার প্রভাব খাটানোর তথ্য। ম্যাথুস স্পষ্ট করেই বলেছেন তাকে বলির পাঁঠা বানিয়েছেন হাতুরা। সেই আলোচিত চিঠিতে ম্যাথুস বলেছেন, ২১ সেপ্টেম্বর এসএলসিতে এক বৈঠকে নির্বাচকমণ্ডলী এবং জাতীয় দলের কোচ চন্ডিকা হাতুরাসিংহে উপস্থিত ছিলেন। তারা আমাকে শ্রীলঙ্কার ওয়ানডে এবং টি-২০ অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিতে বলেন। কোচতো আমাকে সরাসরি বলেছেন তোমার কারণেই দলের এই করুণ পরিণতি। মানলাম দুটো ম্যাচ আমরা খুবই খারাপ খেলেছি। কিন্তু এ জন্য আমাকে এককভাবে দায়ী করা হলো কেন।

 

সর্বশেষ খবর