মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

থাইল্যান্ডে চোখ মারিয়া আঁখিদের

ক্রীড়া প্রতিবেদক

থাইল্যান্ডে চোখ মারিয়া আঁখিদের

বাংলাদেশের প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মারিয়ারা। বাছাই পর্বের ২৯ দেশের মধ্যে সেরা আটে এখন বাংলাদেশ। প্রথম পর্বে টপকে যাওয়া বাংলাদেশ, অস্ট্রেলিয়া, লাওস, চীন, ইরান, মিয়ানমার, ভিয়েতনাম ও ফিলিপাইনকে নিয়ে হবে দ্বিতীয় রাউন্ড। উল্লেখ্য, বাংলাদেশের কাছে ভিয়েতনাম হেরে গেলেও বেস্ট রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে।

দুই গ্রুপে ভাগ হয়ে খেলার পর চার দল উঠবে চূড়ান্ত রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডের ভেন্যু এখনো ঠিক হয়নি। তবে ২৩ ফেব্রুয়ারি মেয়েদের এ আসর মাঠে গড়াবে। দ্বিতীয় পর্বের সেরা চারের সঙ্গে চূড়ান্ত পর্বে সরাসরি খেলবে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড। থাইল্যান্ডে হবে চূড়ান্ত পর্বের খেলা। চূড়ান্ত পর্বে এর আগেও খেলেছে মারিয়ারা। এবার দ্বিতীয় রাউন্ড পার হয়ে খেলতে হবে। মারিয়া, আঁখিরা আশাবাদী। বলেছেন, থাইল্যান্ডের দিকে চোখ রেখেই আমরা খেলব।

সর্বশেষ খবর