বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা কিংসে ব্রাজিলিয়ান ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংসে ব্রাজিলিয়ান ফুটবলার

বসুন্ধরা কিংস একের পর এক চমক দিয়েই যাচ্ছে। বিশ্বকাপ খেলা ড্যানিলে কলিন ড্রেস এবং স্পেনের জর্জ গোটরের পর এবার তারা দলে নিয়ে এল ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস ভিনিসাসকে। ব্রাজিলের জাতীয় দলে এখনো খেলার সুযোগ হয়নি ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারের। তবে ব্রাজিলিয়ান শহর বাউরোতে জন্ম নেওয়া এই ফুটবলার প্রিমিয়ার লিগের নতুন দল বসুন্ধরা কিংসের শক্তি বাড়িয়ে দিলেন অনেক। ক্লাবের সঙ্গে আগেই অনলাইনে চুক্তিটা সেরে নিয়েছেন মার্কোস। থাই লিগের দল আর্মি এফসি এবং পুলিশ টেরো এফসির জার্সিতে খেলেছেন তিনি। এর আগে ব্রাজিলের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। গোলের রেকর্ড বেশ ভালো। বসুন্ধরা কিংসের সঙ্গে অনুশীলন করছেন উসমান জ্যালো এবং বেলফোর্টের মতো স্ট্রাইকাররা। কিন্তু স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের পছন্দ ছিল মার্কোসকে। অনলাইনে চুক্তি সম্পন্ন হলেও আজ কাগজে-কলমে চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার। ক্লাবের সভাপতি ইমরুল হাসান মার্কোসকে দলে নেওয়ার ব্যাপারে বলেন, ‘ওর খেলা দেখে পছন্দ হয়েছে কোচের। এতে ফরোয়ার্ড লাইনের দুশ্চিন্তা অনেকটা কমে গেল।’ তিনি কয়েকদিনের মধ্যে এশিয়ান কোটায় একজন বিদেশিকে দলে নেওয়ার কথাও জানিয়েছেন।

সর্বশেষ খবর