বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জয়ের কাছাকাছি পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

জয়ের কাছাকাছি পাকিস্তান

জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের দরকার ৭ উইকেট। আর অস্ট্রেলিয়ার দরকার আরও ৩২৬ রান। অসিদের চেয়ে পাকিস্তানের লক্ষ্যটাই তুলনামূলক সহজ। তবে অস্ট্রেলিয়ার জন্যও অসম্ভব নয়। টেস্টে শেষ দিনে ৩২৬ রান করাটা দুঃসহ বটে। গতকাল ৩ উইকেটে ১৩৬ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। অসিদের লক্ষ্য দাঁড়ায় ৪৬২। প্রথম ইনিংসে মাত্র ২০২ রানে অলআউট হওয়া অস্ট্রেলিয়ার জন্য পাহাড়সম। কিন্তু দলটা অস্ট্রেলিয়া বলেই ভবিষ্যদ্বাণী চলে না।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া বড় স্কোর করতে না পারলেও তাদের উদ্বোধনী জুটি ছিল ১৪২ রানের। দ্বিতীয় ইনিংসেও শুরুটা দারুণ হয়েছিল। কিন্তু ৮৭ রানের মাথায় পরপর তিন উইকেটের পতন ঘটে। এ ছাড়া বাকি সময়টা বেশ স্বাচ্ছন্দ্যেই ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। হাফ সেঞ্চুরি করে অপরাজিত রয়েছেন ওসমান খাজা। এ ছাড়া ৩৪ রানে ব্যাট করছেন হেড। পাকিস্তানের বোলার মোহাম্মদ আব্বাস একাই নিয়েছেন তিন উইকেট।

সর্বশেষ খবর