বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ফেডারেশন কাপের ফিকশ্চার নিয়ে প্রশ্ন

ক্রীড়া প্রতিবেদক

ফুটবল মৌসুমের প্রথম টুর্নামেন্ট ওয়ালটন ফেডারেশন কাপ শুরু হবে ২৭ অক্টোবর থেকে। প্রথমদিনেই মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড ২৮ অক্টোবর প্রথম ম্যাচ খেলবে মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে। প্রিমিয়ার লিগের নতুন দল বসুন্ধরা কিংসও এবার শক্তিশালী দল গঠন করে ফেডারেশন কাপের ফেবারিট। তাদের প্রথম ম্যাচ ২৯ অক্টোবর মোহামেডানের বিপক্ষে। ফেডারেশন কাপে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে ৪ নভেম্বর। এরপর কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত হবে ৬-৯ নভেম্বর। ১২-২০ নভেম্বর ফিফার আন্তর্জাতিক ম্যাচের উইন্ডো। বিরতির পর আবার ফেডারেশন কাপ শুরু হবে ২১ নভেম্বর। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২১ ও ২২ নভেম্বর। ফাইনাল হবে ২৪ নভেম্বর। গ্রুপ পর্ব নিয়ে কোনো বিতর্ক না থাকলেও সেমিফাইনাল ও ফাইনাল নিয়েই বিতর্ক উঠেছে। এরই মধ্যে অনেকে বিষয়টি মেনে নিতে পারছেন না। আসরের অন্যতম এক ফেবারিট দলের পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদককে লিখিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘জাতীয় ফুটবল দলের সব খেলোয়াড় কোনো না কোনো ক্লাবের হয়ে উক্ত টুর্নামেন্টে খেলবে।’ ২০ নভেম্বর ফিফার নির্ধারিত উইন্ডো শেষ হবার পর ২১ ও ২২ নভেম্বর ফেডারেশন কাপের সেমিফাইনাল হলে ফুটবলাররা পর্যাপ্ত বিশ্রাম পাবে না বলে চিঠিতে জানিয়েছে ক্লাবটি। এমনকি সেমিফাইনাল দুটি দুদিনে অনুষ্ঠিত হলে দুটি দলের প্রতি অন্যায় করা হবে বলেও দাবি করা হয়েছে। এই চিঠিতে ৭২ ঘণ্টার বিশ্রাম দাবি করে বলা হয়েছে, ‘২২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির দুটি দলের জন্য নিয়মটি মানা হচ্ছে না, যার ফলে উক্ত টুর্নামেন্ট তার স্বচ্ছতা হারাবে।’ সেমিফাইনালের পর সব দলেরই সমান বিশ্রামের সুযোগ থাকা উচিত বলে দাবি শীর্ষ ফেবারিট এই দলটির। শক্তির বিচারে এবার ফেডারেশন কাপে বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি, ঢাকা আবাহনী লিমিটেড, চট্টগ্রাম আবাহনী এবং সাইফ স্পোর্টিং কোয়ার্টার ফাইনাল খেলার দাবিদার। অবশ্য ম্যাচের নব্বই মিনিটে যারা নিজেদের সেরা প্রমাণ করতে পারে তারাই বিজয়ী হিসেবে মাঠ ছাড়ে।

 

সর্বশেষ খবর