বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শেখ রাসেল জিতলেই শেষ আটে

ক্রীড়া প্রতিবেদক

শেখ রাসেল জিতলেই শেষ আটে

জিতলেই শেষ আটে জায়গা করে নেবে শেখ রাসেল ক্রীড়া চক্র। নতুন মৌসুমে আজই তারা মাঠে নামছে। ওয়ালটন ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে। মুক্তিযোদ্ধা আগের ম্যাচে ঢাকা আবাহনীর কাছে হেরে যায়। আজ হারলে ‘সি’ গ্রুপে আবাহনীর পাশাপাশি শেখ রাসেলও কোয়ার্টার ফাইনালে উঠে যাবে। ৩ নভেম্বর তখন গ্রুপ চ্যাম্পিয়ন হতে লড়বে শেখ রাসেল ও আবাহনী। যদি আজকের ম্যাচ ড্র হয় তখন শেষ আটে জায়গা নিতে আবাহনীর সঙ্গে ড্র করতে হবে শেখ রাসেলকে। আবার মুক্তিযোদ্ধা জিতে গেলে তখন শেখ রাসেলের টিকে থাকাটা অনিশ্চিত হয়ে পড়বে। শেখ রাসেল বরাবরই শক্তিশালী দল গড়ে। তবে গত দুই মৌসুম কোনো ট্রফি জিততে পারেনি তারা। এবার বিদেশি ও দেশি ফুটবলার মিলিয়ে ব্যালেন্সড দল গড়েছে শেখ রাসেল। লক্ষ্য মৌসুমের প্রতিটি ট্রফি জয়। কোচের দায়িত্বে আছেন অভিজ্ঞ সাইফুল বারী টিটু। গেল লিগে সর্বোচ্চ গোলদাতা শেখ জামালের রাফায়েল উদোয়া এবার শেখ রাসেলে খেলবেন। রক্ষণভাগে অ্যালিসন, ব্রাজিলের আলেক্স রাফায়েল ও এশিয়ান কোটায় আজিজুভকে নেওয়া হয়েছে। দেশসেরা গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, বিশ্বজিত ঘোষ, ইয়াসিন খান, ইয়ামিন মুন্না, সোহেল রানা, মেজবা, বিপলু, আবদুল্লাহ আছেন। এমন দল নিয়ে শেখ রাসেলের শিরোপার খরা কাটার ব্যাপারে আশাবাদি শেখ রাসেল। ফেডারেশন কাপে ২০১২ সালে চ্যাম্পিয়ন শেখ রাসেল। ছয় বছর পর হারানো গৌরব উদ্ধার হয় কিনা সেটাই অপেক্ষা। আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন ও টিম বিজেএমসি। ব্রাদার্স জিতলেই কোয়ার্টার ফাইনালে উঠে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর