রবিবার, ১১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

হারে বিশ্বকাপ শুরু সালমাদের

ক্রীড়া প্রতিবেদক

হারে বিশ্বকাপ শুরু সালমাদের

একেতো স্বাগতিক। তার উপর বর্তমান চ্যাম্পিয়ন। পরিসংখ্যানেও এগিয়ে ওয়েষ্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দল। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ দিয়ে স্বপ্ন পূরণের বিশ্বকাপ মিশনে নেমেছিলেন সালমা, জাহানারা, রুমানারা। কিন্তু প্রথম ম্যাচেই বেশ বড় ধাক্কা খেয়েছে সালমা বাহিনী। ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট ও বলের লড়াইয়ে পাত্তাই পায়নি বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। বিশেষ করে ডটিনের বিধ্বংসী বোলিংয়ের মুখে অসহায় হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং। ১০৬ রানের জবাবে গুটিয়ে যায় মাত্র ৪৬ রানে! টি-২০ বিশ্বকাপে যে কোনো দলের এটাই সর্বনিম্ন স্কোর। আগের সর্বনিম্ন স্কোরও ছিল বাংলাদেশের। ২০১৪ সালে সিলেটে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৫৬ রানে অলআউট হয়েছিল। টি-২০ বিশ্বকাপের নিজেদের সূচনা ম্যাচে ৬০ রানের আকাশসম ব্যবধানে হার মানে সালমার বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে হারমিনপ্রীত কাউরের সেঞ্চুরিতে ভারত হারিয়েছে নিউজিল্যান্ডকে। 

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ নিয়মিত খেলছে ২০১৪ সাল থেকে। এবার নিয়ে খেলছে তৃতীয়বার। প্রতিবারই মুখোমুখি হয়েছে ক্যারিবীয় মহিলা দলের বিপক্ষে।

আগের দুবারের মতো এবারও হেরেছে। তবে এবারের ব্যবধানটা অনেক বড়, ৬০ রানে। ২০১৪ সালে ওয়েষ্ট ইন্ডিজকে ১১৫ রানে গুটিয়েও হেরেছিল ৩৬ রানে।

ব্যাটিং বিপর্যয়ে অলআউট হয়েছিল মাত্র ৭৯ রানে। ২০১৬ সালে ক্যারিবীয়দের বিপক্ষে হার ৪৯ রানে। ১৪৮ রানে আটকে সালমাদের সংগ্রহ ছিল ৯৯ রান।

গতকাল ভোরে টস জিতে ফিল্ডিংয়ে নামেন সালমারা। জাহানারা, সালমা, রুমানারা দুরন্ত বোলিং করে বিশ্বচ্যাম্পিয়নদের ২০ ওভারে ৮ উইকেটে ১০৬ রানের বেশি তুলতে দেননি।

স্ট্রাইক বোলার জাহানারা ২৩ রানের খরচে নেন ৩ উইকেট। রুমানা নেন ২ উইকেট। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন নাইট মাত্র ২৪ বলে। ১০৭ রানের টার্গেটে খেলতে নেমে ১৪.৪ ওভারে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায়।

দলের পক্ষে কোনো ক্রিকেটারই দুই অংকের রান করতে পারেননি। সর্বোচ্চ রান আসে ফারজানার ব্যাট থেকে। সালমাবহিনীকে ধসিয়ে দেন মিডিয়াম পেসার ডটিন। ম্যাচসেরা ডটিনের বোলিং স্পেল ৩.৪-১-৫-৫। বাংলাদেশের দ্বিতীয় খেলা ১৩ নভেম্বর, প্রতিপক্ষ ইংল্যান্ড।

সর্বশেষ খবর