রবিবার, ১১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

শঙ্কামুক্ত ইমাম-উল হক

ক্রীড়া ডেস্ক

শঙ্কামুক্ত ইমাম-উল হক

প্রথম ম্যাচে হেরে যায় পাকিস্তান। পরের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সমতায় আনে। বড় জয়ের পর ঘটে যায় বড় দুঘর্টনা। লোগি ফার্গুসনের বাউন্সারে মারাত্মকভাবে আহত হন পাকিস্তানের ইমাম-উল হক। ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। দুই ওপেনার ফাখর জামান ও ইমাম-উল হক। ৫৬ রানের জুটিও গড়েন তারা। ১৬ রান নিয়ে ব্যাট করছিলেন ইমাম। ১৩তম ওভারে বোলিং করতে আসেন লোগি। তার প্রথম করা বলটি ছিল দুর্দান্ত এক বাউন্সার। বাম হাতি ব্যাটসম্যান ইমাম চেষ্টা করেন পুল করতে। বল গিয়ে লাগে তার হেলমেটের গ্রিলে। আঘাত লাগে চিবুকে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। শুরুতে একটু ঝুঁকে থাকলেও পরে শুয়ে পড়েন ঘাসের ওপর এবং চোখ বন্ধ করে ফেলেন।

মুহূর্তেই ভেসে উঠে অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার ফিল হিউসের স্মৃতি। ইমামের অবস্থা দেখে সবাই শঙ্কিত হয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে আম্পায়ার ডাক্তারকে আসতে বলেন। ডাক্তার এসে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ইমামকে। এরপরই নেওয়া হয় হাসপাতালে। সুখবর হচ্ছে অনেক পরীক্ষা-নীরিক্ষার পর চিকিৎসকরা ইমাম-উল হক শঙ্কামুক্ত ঘোষণা করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর