বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

এবার আন্তর্জাতিক ফুটবল ধামাকা

ক্রীড়া ডেস্ক

এবার আন্তর্জাতিক ফুটবল ধামাকা

লিওনেল মেসি নেই আর্জেন্টিনা দলে। পর্তুগালে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। তারকা ফুটবলারদের ছাড়াই মাঠে নামছে বিশ্ব ফুটবলের শক্তিধর দেশগুলো। সপ্তাহখানেকের জন্য বন্ধ থাকবে ক্লাব ফুটবল। এই সময়ের মধ্যে আন্তর্জাতিক ফুটবল উৎসবে মেতে উঠবেন ভক্তরা। প্রীতি ম্যাচ খেলতে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানি, ইতালি, স্পেনসহ বিশ্ব ফুটবলের শক্তিধর দেশগুলো। আন্তর্জাতিক ফুটবলের এই ধামাকা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ১৬ নভেম্বর মুখোমুখি হচ্ছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের। এ ছাড়া সিলেকাওরা একটি ম্যাচ খেলবে ক্যামেরুনের সঙ্গে। অন্যদিকে লিওনেল মেসিহীন আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকোর। আন্তর্জাতিক ময়দানে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে আরও একবার মাঠে নামছে ফ্রান্স। ২০ নভেম্বর ফরাসিরা মুখোমুখি হচ্ছে উরুগুয়ের। জার্মানি ১৫ নভেম্বর মাঠে নামছে গত বিশ্বকাপের স্বাগতিক রাশিয়ার বিপক্ষে। ইংলিশরা একই দিনে মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্রের। গত বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করে শেষ ষোল থেকে বিদায় নিলেও দারুণভাবে জয়ে ফিরেছে স্পেন। ১৮ নভেম্বর স্পেন মুখোমুখি হচ্ছে বসনিয়ার। ২০ নভেম্বর ইতালি খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ছাড়াও উয়েফা নেশন্স লিগের লড়াইয়ে মুখোমুখি হবে ইউরোপের সেরা সেরা দল। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডসের। এ ম্যাচটা জিতলেই ফরাসিরা নেশন্স লিগের ফাইনাল রাউন্ডে খেলতে পারবে। রোনালদোহীন পর্তুগাল মুখোমুখি হবে ইতালির। এ ম্যাচ জিতলে পর্তুগিজরাও নেশন্স লিগের ফাইনাল রাউন্ডে খেলার সুযোগ পাবে। এ ছাড়া রাশিয়া বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া মুখোমুখি হবে স্পেনের।

আন্তর্জাতিক ম্যাচের এ উইন্ডো শেষ হয়ে যাবে এক সপ্তাহের মধ্যেই। এই সময়ে বিশ্বজুড়ে ৩৭টি প্রীতি ম্যাচ হবে। উয়েফা নেশন্স লিগে আরও ৪৬টি ম্যাচ হবে এই সময়ের মধ্যে। আন্তর্জাতিক ফুটবলের এ ধামাকা নিয়ে ব্যস্ত থাকবেন ফুটবল অনুরাগীরাও।

সর্বশেষ খবর