শিরোনাম
শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মাশরাফি প্রসঙ্গে পাপন

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন। নড়াইল-২ আসন থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। এ নিয়ে সারা দেশে তার ভক্তদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ওয়ানডে দলের অধিনায়ক রাজনীতিতে যোগ দেওয়ায় ক্রিকেটের কোনো ক্ষতি হবে কিনা? গতকাল জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর এমন প্রশ্ন করা হয়েছিল বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের কাছে। উত্তরে বোর্ড সভাপতি বলেন, ‘এটা ঠিক মনে করি না। সাকিবও করতে (নির্বাচন) চেয়েছিল। এসব কথা চিন্তা করে, যেহেতু সে আরও চার-পাঁচ বছর খেলবে। সাকিবকে প্রধানমন্ত্রী বলেছেন, ঠিক আছে তুমি খেল। মাশরাফির ব্যাপারটা ভিন্ন। ও কতদিন খেলবে ঠিক নিশ্চিত না। ওর যে শারীরিক অবস্থা, এখনো যে খেলছে এটাই তো অনেক।  সে খেলোয়াড় হিসেবে খেলে না, আমাদের দলে অধিনায়ক হিসেবে খেলে। ওর অধিনায়কত্ব আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ওর মতো অধিনায়ক খুঁজে পাচ্ছি না, পাবও না মনে হয়। সেদিক দিয়ে চিন্তা করলে বড় জোর বিশ্বকাপের পর হয়তো অবসরে যাবে। সেটি যদি হয় মাত্র কয়েক মাসের ব্যাপার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর