রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পিছিয়ে গেল মেয়েদের সাফ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

পিছিয়ে গেল মেয়েদের সাফ ফুটবল

ভেন্যু ও তারিখ দুটোই পিছিয়ে গেল দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। চলতি বছরের ডিসেম্বরে টুর্নামেন্ট হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার কলম্বোয়। ১৭ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত শিডিউল ঘোষণা করা হয়। কিছুদিন আগে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সেক্রেটারি আনোয়ারুল হক আভাস দিয়েছিলেন টুর্নামেন্ট এক মাস পিছিয়ে যাওয়ার। কিন্তু জানুয়ারিতেও হচ্ছে না এই আসর।

রাজনৈতিক সমস্যার কারণে শ্রীলঙ্কা টুর্নামেন্ট করতে অপরাগত প্রকাশ করেছে। এতেই ঝুলে গেছে ভেন্যু। হেলাল অবশ্য বলছেন, আগামী সপ্তাহেই সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ ও ভেন্যু ঠিক হয়ে যাবে। মার্চে হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ যদি আয়োজক হতে না চায় তাহলে ঢাকাতে হতে পারে টুর্নামেন্ট।

২০১০ সালে কক্সবাজার থেকে যাত্রা হয়েছিল নারী সিনিয়র গ্রুপের সাফ চ্যাম্পিয়নশিপের।

প্রতি দুই বছর অন্তর হয়ে আসছিল এই টুর্নামেন্ট। এবারই তার ব্যতিক্রম ঘটতে যাচ্ছে। টুর্নামেন্টে খেলবে সাত দেশ।

সর্বশেষ খবর