মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রাম আবাহনীর জয়, মোহামেডানের হোঁচট

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম আবাহনীর জয়, মোহামেডানের হোঁচট

জয়ের পর উল্লসিত চট্টগ্রাম আবাহনীর ফুটবলাররা —বাংলাদেশ প্রতিদিন

স্বাধীনতা কাপে গতবারের রানার্সআপ চট্টগ্রাম আবাহনী গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বি গ্রুপের খেলায় বন্দর নগরী চট্টগ্রামের দলটি ৩-০ গোলে হারিয়েছে নোফেল স্পোর্টিং ক্লাবকে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার জন্য চট্টগ্রাম আবাহনীকে অন্তত আরও একটা ম্যাচ জিততে হবে। বি গ্রুপের অপর ম্যাচে গতকাল গোলশূন্য ড্র করেছে মোহামেডান ও রহমতগঞ্জ।

স্বাধীনতা কাপে টানা দুবারের ফাইনালিস্ট চট্টগ্রাম আবাহনী। ২০১৬ সালে তারা ফাইনালে আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়েছিল। তবে গতবার আরামবাগ ক্রীড়া সংঘের কাছে একই ব্যবধানে হেরে গিয়েছিল। গতকাল খেলতে নেমে শুরু থেকেই দুরন্ত খেলতে থাকে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ১৯তম মিনিটেই এগিয়ে যায় তারা। বাইসাইকেল কিকে দুর্দান্ত এক গোল করেন মামাদো বাহ। নাইজেরিয়ান ফরোয়ার্ড মাগালান আওয়ালার লম্বা পাসের বল ডিফেন্স করতে গিয়ে হেড করেন নোফেলের ডিফেন্ডার। তবে দুর্দান্ত বাইসাইকেল কিকে গোল করেন মামাদো। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও দুরন্ত খেলতে থাকে চট্টগ্রাম আবাহনী। ৫৪তম মিনিটে আনিসুর রহমানের কর্নার কিক থেকে বল পেয়ে হেডে গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড মুফতা লাওয়াল। ৬১তম মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড মাগালান আওয়ালার ব্যাক পাসে বল পেয়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন মামাদো বাহ। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় মোহামেডান এবং রহমতগঞ্জ কোনো গোলই করতে পারেনি। একের পর এক সুযোগ হারিয়ে দুই দলই ম্যাচের শেষ পর্যন্ত গোলশূন্য থাকে। অবশ্য মোহামেডান-রহমতগঞ্জ ম্যাচ গোলশূন্য ড্রতে শেষ হওয়ায় সুবিধা হলো চট্টগ্রাম আবাহনীর। পরের ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ড্র করলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বন্দর নগরী চট্টগ্রামের দলটির।

সর্বশেষ খবর