শিরোনাম
মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মিরাজ

দুর্দান্ত বোলিং করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ১৮৪ রানের জয়ে অবদান রাখেন মেহেদী হাসান মিরাজ। ঐতিহাসিক জয়টি শুধু ক্যারিবীয়দের বিপক্ষে নয়, যে কোনো দেশের বিপক্ষেই প্রথম ইনিংস জয়। প্রথম ইনিংসে ৫৮ রানে ৭ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।  ১১৭ রানে ১২ উইকেট নেওয়ার ফলও পেয়েছেন মিরাজ। ক্যারিয়ারে কয়েক ধাপ এগিয়ে এখন সেরা অবস্থানে। ৬৯৬ পয়েন্ট নিয়ে মিরাজের এখন ১৬ নম্বরে। সাকিব আর হাসানের র‌্যাঙ্কিং ২১। তাইজুল ইসলাম ২২ নম্বরে। আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের সেরা অবস্থান ৭, ২০১০ সালের ২০ ডিসেম্বর উঠেছিলেন তিনি। ব্যাটিংয়ে সবার আগে সাকিব, ২১। মুমিনুল হক ২৬, মাহমুদুল্লাহ রিয়াদ ৪৮ নম্বরে। সেরা অলরাউন্ডার সাকিব এক নম্বরে। দলগত অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের। তবে ২-০ ব্যবধানে সিরিজ জিতে ৮ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ৬ পয়েন্ট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭০ এবং বাংলাদেশের ৬৯।

সর্বশেষ খবর