মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্পিনারদের প্রশংসায় ওয়ালশ

ক্রীড়া প্রতিবেদক

স্পিনারদের প্রশংসায় ওয়ালশ

টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরা পেসারদের উপরের দিকেই থাকবে কোর্টনি ওয়ালশ। ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি এখন বাংলাদেশের বোলিং কোচ। ওয়ালশ এক সময় অধিনায়ক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের। বহু জয়ের নেতৃত্ব দিয়েছেন। এবার স্বচক্ষে দেখেছেন প্রিয় দলের হার। দেখেছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসানের ঘূর্ণির মায়াজালে স্বদেশিদের নাকাল হতে। দুই টেস্টে ক্যারিবীয়দের ৪০ উইকেটের সবগুলোই নিজেরা ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন। স্পিনারদের এমন সাফল্যকে খাটো না করে প্রশংসায় ভাসিয়েছেন ১৩২ টেস্টে ৫১৯ উইকেট নেওয়া ওয়ালশ। ঘরের মাঠে খেলা। তাই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট উইকেট বানিয়েছে চৈত্র মাসের খটমটে জমি। সেই উইকেটে লাটিমের মতো বল ঘুরিয়ে সফরকারী ক্যারিবীয়দের বিপক্ষে চট্টগ্রামে ৬৪ রানে এবং মিরপুরে জিতে নেয় ইনিংস ও ১৮৪ রানে। এই প্রথম কোনো দেশের বিপক্ষে ইনিংস জয় পেয়েছে বাংলাদেশ। চার স্পিনার খেলানোয় টিম ম্যানেজমেন্ট শুরুতে সমালোচিত হলেও এখন ভাসছেন প্রশংসায়। প্রশংসা করেছেন ওয়ালশও, ‘আমাদের টার্গেট টেস্ট জয়। যে উইকেটে খেলা হয়েছে, সেটা মাথায় রেখেই জয়ের জন্য দল সাজাতে হবে। দলের পারফরম্যান্সে আমি খুশি।

সর্বশেষ খবর