বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নরওয়ের আডাই প্রথম

ক্রীড়া ডেস্ক

নরওয়ের আডাই প্রথম

ব্যালন ডি’অর কেবল ছেলেরাই পাবে? মেয়েরা কেন নয়? এসব প্রশ্নগুলো শেষ করার জন্যই ‘ফ্রান্স ফুটবল’ সেরা মেয়ে ফুটবলার খুঁজে নিল প্রথমবারের মতো। আর প্রথম পুরস্কারটাই জয় করে নিলেন ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওয়ের নরওয়েজিয়ান ফুটবলার আডা হেগেরবার্গ। গত মৌসুমে তিনি অলিম্পিক লিঁওয়ের জার্সিতে জিতেছেন মেয়েদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। সর্বোচ্চ ১৫টি গোল করেছিলেন তিনি। এরই স্বীকৃতি পেলেন আডা। ইতিহাসে লেখা হয়ে গেল তার নাম। প্রথম ব্যালন ডি’অর জয়ের পর আডা বলেন, ‘আমি মেয়ে ফুটবলারদের নিয়েই গর্বিত। নিজের জন্য, ক্লাবের জন্য এবং আমার দেশের জন্য গর্বিত।’ ২৩ বছর বয়সী এই তরুণী ব্যালন ডি’অর ফেমিনিন জয়ের ক্ষেত্রে পেছনে ফেলেছেন ডেনমার্কের পার্নিল হার্ডার, জার্মানির মারোজসান এবং ব্রাজিলের মার্তাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর