বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাগবির এগিয়ে চলা

ক্রীড়া প্রতিবেদক

রাগবির এগিয়ে চলা

বেশিদিন হয়নি বাংলাদেশে রাগবি খেলা। অভিজ্ঞ সংগঠক মৌসুম আলীর প্রচেষ্টায় রাগবি অ্যাসোসিয়েশনের অবির্ভাব। নিজের গড়া এই সংস্থার এখনো তিনি সভাপতির চেয়ারে বসেননি। কখনো ইচ্ছাও হয়নি। শুরু থেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। যে খেলা সবারই অজানা, সেই খেলার শুরুটা নিয়ে অনেকে হাসি ঠাট্টায় মেতে ছিলেন। ভাবা হয়েছিল এর আয়ু ক্ষণস্থায়ী।

না যোগ্য লোকের হাতে পড়লে তা কি থেমে যায়। হাঁটি হাঁটি পা পা করে সেদিনকার শিশু রাগবি লিগ থেকে শুরু করে পুরুষ ও নারীদের অনেক টুর্নামেন্টেই মাঠে নামিয়েছে। যা সত্যিই প্রশংসনীয়। সবচেয়ে বড় কথা তৃণমূল থেকে পরিচিত করে তুলতে রাগবিতে চলছে স্কুল ও কলেজ লেভেলের টুর্নামেন্ট। ৮ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-২০ কিশোরী রাগবি টুর্নামেন্ট। যেখানে অংশ নেবে ১০টি কলেজ। একের পর এক আসর নামিয়ে এগিয়ে চলেছে রাগবি। দেশ ছাড়িয়ে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে আন্তর্জাতিক মহলেও আলোচিত হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর