Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ৫ ডিসেম্বর, ২০১৮ ২৩:১২

ম্যানসিটির জয়রথ ছুটছেই

ক্রীড়া ডেস্ক

ম্যানসিটির জয়রথ ছুটছেই

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়রথ ছুটছেই পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটির। একের পর এক জয়ে শীর্ষস্থানে আরও মজবুত আসন গাড়ছে তারা। মঙ্গলবার গভীর রাতে ম্যানসিটি ২-১ গোলের জয় নিয়ে বাড়ি ফিরেছে ওয়াটফোর্ডের মাঠ থেকে। লিরয় সেইন (৪০) এবং রিয়াদ মাহরিজের (৫১) গোলে এগিয়ে গিয়েছিল ম্যানসিটি। ম্যাচের শেষদিকে ওয়াটফোর্ড একটা গোল শোধ করলেও তা ফলাফলে কোনো পার্থক্য আনতে পারেনি। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। শীর্ষ চারে আছে চেলসি (৩১ পয়েন্ট) এবং আর্সেনালও (৩০ পয়েন্ট)। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার জয় পেয়েছে ওয়েস্ট হ্যাম এবং বোর্নমাউথও। ওয়েস্ট হ্যাম ৩-১ গোলে হারিয়েছে কার্ডিফ সিটিকে। বোর্নমাউথ ২-১ গোলে হারিয়েছে হাডার্সফিল্ডকে। ওয়েস্ট হ্যাম ১৮ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে এবং বোর্নমাউথ ২৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে। এছাড়াও মঙ্গলবার ব্রাইটন ৩-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে।


আপনার মন্তব্য