শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মোহামেডানের বিদায় ঘণ্টা

ক্রীড়া প্রতিবেদক

মোহামেডানের বিদায় ঘণ্টা

১৯৭২ সালে বাংলাদেশের ফুটবলে প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ। স্বাধীন বাংলাদেশের প্রথম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসের পাতায় ঠাঁই পেয়ে গেছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। অথচ এই খ্যাতনামা ক্লাবেরই কি করুণ হাল এখন। শিরোপা তো দূরের কথা টুর্নামেন্টে ফাইনাল খেলাটাই স্বপ্নে পরিণত হয়েছে। এবার তো কোয়ার্টার ফাইনালের আশাও শেষ হয়ে গেছে। গ্রুপে আগের ম্যাচে তারা গোল শূন্য ড্র করেছিল রহমতগঞ্জের বিপক্ষে। গতকাল কি না হেরে গেল দুর্বল নফেল স্পোর্টিংয়ের কাছে। সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচে মোহামেডান হেরেছে ০-২ গোলে। দুই অর্ধে নফেলের দুই গোল করেন আশরাফুল ও রোমান। এই ম্যাচে হেরে পাঁচ পয়েন্ট নষ্ট করে স্বাধীনতা কাপে মোহামেডানের বিদায় ঘণ্টা প্রায় বেজেই গেল। চট্টগ্রাম আবাহনী কাল রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে জায়গা করে নিয়েছে। মোমেদু একমাত্র গোলটি করেন। চট্টগ্রাম আবাহনীকে হারালেই মোহামেডানের টিকে থাকা নিশ্চিত নয়। নফেল যদি রহমতগঞ্জের কাছে হারে তা হলেই মোহামেডান কোয়ার্টার ফাইনাল খেলতে পারবে।

সর্বশেষ খবর