শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পুজারার সেঞ্চুরিতে মান বাঁচল ভারতের

ক্রীড়া ডেস্ক

অ্যাডিলেড টেস্টের প্রথম দিনটা নিঃসন্দেহে স্বাগতিকদের। অস্ট্রেলিয়ার বোলাররা দুরন্ত খেলে ভারতের ৯ উইকেটের পতন ঘটিয়েছে মাত্র ২৫০ রানে। যে বিপর্যয়ে পড়েছিল ভারত তাতে রান দুশো হওয়ার কথা নয়। কিন্তু  চেতেশ্বর পুজারার বীরত্ব ব্যাটিংয়ে কিছুটা স্বস্তি নিয়ে দিনটি শেষ করতে পেরেছে সফরকারীরা। তার অসাধারণ সেঞ্চুরিতে বোর্ডার গাভাস্কার ট্রফির প্রথম দিনটি রাঙালেন পুজারা। তারই সুবাদে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে অন্তত কিছুটা সময় ব্যাট করার সুযোগ পাচ্ছে ভারত।

দিনের তৃতীয় ওভারে উইকেটে গিয়েছিলেন পুজারা। রান আউটে ফিরেছেন দিনের শেষ ওভারে। মাঝের সময় জুড়েছিল শুধুই পুজারার ব্যাটিং দৃঢ়তা। ব্যাটিং উইকেটেও সতীর্থদের বাজে শটের মহড়ায় বিপদে পড়েছিল ভারত। পুজারাই আগলে রেখেছিলেন।

১৫তম টেস্ট সেঞ্চুরিতে ১২৩ রান করেছেন ২৪৬ বলে। পুজারার ইনিংসটা যতটা  গোছানো ছিল, ঠিক উল্টোটা ছিল টপ ও মিডল অর্ডারে অন্যদের ব্যাটিং ব্যর্থতা।

সর্বশেষ খবর