শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

টেস্ট সিরিজ নিউজিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক

টেস্ট সিরিজ নিউজিল্যান্ডের

টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ। ওয়ানডে সিরিজে সমতা। ‘মরুরাজ্য’ সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিন খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে টেস্ট সিরিজ জিতে দেশে ফিরছে নিউজিল্যান্ড। গতকাল আবুধাবিতে তিন টেস্ট সিরিজের শেষটিতে দুই স্পিনার আজাজ প্যাটেল ও সমারভিলের ঘূর্ণিতে পাকিস্তানকে ১২৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথম টেস্টে ৪ রানের নাটকীয় জয় পেয়েছিল ব্ল্যাক ক্যাপসরা। দ্বিতীয়টিতে ইনিংস ও ১৬ রানে জয় তুলে সিরিজে সমতা এনেছিল পাকিস্তান। তৃতীয়টিতে সুবিধাজনক অবস্থানে থেকেও শেষ পর্যন্ত ব্যাটসম্যানদের ব্যর্থতায় হেরে যায় এশিয়ান প্রতিনিধিরা। আবুধাবি টেস্টটি বিশেষ কিছু লেগ স্পিনার ইয়াসির শাহের জন্য। টেস্ট ক্রিকেটের ১৪১ বছরের ইতিহাসে দ্রুততম ‘টু হান্ড্রেড’ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন ইয়াসির। আগের রেকর্ডটি ছিল লেগ স্পিনার ক্যারি গ্রিমেটের ৩৬ টেস্টে। ২৯০ রানের টার্গেটে খেলতে নামা পাকিস্তান লড়াই করতে পারেনি ব্ল্যাক ক্যাপস বোলারদের। বিশেষ করে অফ স্পিনার সমারভিল ও বাঁ হাতি স্পিনার প্যাটেলের ঘূর্ণিতে অসহায় হয়ে পড়ে ব্যাটসম্যানরা। ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে একসময় থেমে যায় ১৫৬ রানে। সমারভিল ও প্যাটেল দুজনেই উইকেট নেন ৩টি করে। পিছিয়ে ছিলেন না পেসার টিম সাউদি। তিনিও নেন ৩ উইকেট। প্রতিপক্ষের বোলারদের সাঁড়াশি আক্রমণের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলেন বাবর আজম।

সর্বশেষ খবর