রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কিংসের পর শেষ আটে শেখ রাসেল

ক্রীড়া প্রতিবেদক

কিংসের পর শেষ আটে শেখ রাসেল

শেখ রাসেল ও শেখ জামালের বল দখলের লড়াই —বাংলাদেশ প্রতিদিন

শেখ জামাল ধানমন্ডি ক্লাব গতবার স্বাধীনতা কাপের সেমিফাইনাল খেলেছিল। সেবার তারা আরামবাগের কাছে হেরে বিদায় নিয়েছিল। স্বাধীনতা কাপটা গতবার জিতেছিল আরামবাগই। শেখ জামাল নতুন মৌসুমে নতুন উদ্যোমে খেলতে নেমেছিল। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের সেমিফাইনাল খেলেছে তারা। তবে স্বাধীনতা কাপে খেলতে নেমেই পথ হারাল শেখ জামাল।

স্বাধীনতা কাপে বসুন্ধরা কিংসের কাছে ‘ডি’ গ্রুপে প্রথম ম্যাচে ২-০ গোলে হেরে গিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেলের সঙ্গে গোল শূন্য ড্র করেছে তারা। এই ড্রই কাল হলো তাদের জন্য। বসুন্ধরা কিংসের বিপক্ষে শেখ জামাল হারলেও শেখ রাসেল ক্রীড়া চক্র গোল শূন্য ড্র করেছিল। ওই ড্রটাই বাঁচিয়ে দিল শেখ রাসেলকে। বসুন্ধরার বিপক্ষে একটা পয়েন্ট নিয়ে এগিয়ে ছিল তারা। গতকাল শেখ জামালের বিপক্ষে মাঠে নামার আগে ড্রয়ের লক্ষ্যই ছিল শেখ রাসেলের। নিজেদের লক্ষ্যটা অর্জন করেই মাঠ ছাড়ল তারা। বসুন্ধরা কিংসের সঙ্গী হলো তারা স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে। গতবারও কোয়ার্টার ফাইনাল খেলেছিল শেখ রাসেল। অবশ্য হেরে গিয়েছিল চট্টগ্রাম আবাহনীর কাছে।

শেখ জামালের লক্ষ্য জয়, শেখ রাসেলের ড্র। দুই দল দুই ধরনের লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিল গতকাল। শেখ জামাল ধানমন্ডি ক্লাব জয়ের জন্য খেলেছে আক্রমণাত্মক ফুটবল। অন্যদিকে শেখ রাসেল খেলেছে রক্ষণাত্মক পরিকল্পনা নিয়ে। ম্যাচের শুরু থেকেই বেশ জোরাল আক্রমণ করে ধানমন্ডি পাড়ার দলটি। তবে প্রতিপক্ষের রক্ষণভাগে গিয়ে প্রতিবারই হুমড়ি খেয়ে পড়ে শেখ জামাল। সুযোগগুলো কাজে লাগাতে পারেনি তারা। সুযোগ হারানোর ফল ভুগতে হলো শেখ জামালকে। এই ড্রয়ে ২ পয়েন্ট সংগ্রহ করেছে শেখ রাসেল। ডি গ্রুপে আগেই চার পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। শেখ জামাল এক পয়েন্ট নিয়ে বিদায় নিল। কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংস বি গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে। অপরদিকে শেখ রাসেল বি গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে। এদিকে দিনের প্রথম ম্যাচে ঢাকা আবাহনী ও ব্রাদাস ইউনিয়ন গোল শূন্য ড্র করেছে। আবাহনী গ্রুপ চ্যাম্পিয়ন ও ব্রাদার্স রানার্স আপ হয়েছে। আগামী ১১ ডিসেম্বর আরামবাগ কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাদার্সের বিপক্ষে। ১৩ ডিসেম্বর ঢাকা আবাহনী ও সাইফ মুখোমুখি হবে। আজ শেষ আটে চার দলের প্রতিপক্ষ নির্ধারণ হবে।

সর্বশেষ খবর