রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইতালিয়ান ডার্বি জিতল জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক

ইতালিয়ান ডার্বি জয় করেছে জুভেন্টাস। শুক্রবার নিজেদের মাঠে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়েছে ওল্ড লেডিরা। ইতালিয়ান চ্যাম্পিয়নদের পক্ষে জয়সূচক গোলটি করেন ক্রোয়েশিয়ান তারকা মারিও মানজুকিচ। ক্রিস্টিয়ানো রোনালদো দলে থাকলেও গোল পাননি তিনি। এই জয়ে ইতালিয়ান সিরিএ লিগে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে আরও মজবুত আসন গাড়ল জুভেন্টাস। ১৫ ম্যাচে ৪৩ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নেপোলি। ইন্টার মিলান ২৯ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। দীর্ঘদিন ধরেই মিলানের দুই ক্লাব উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অনুপস্থিত ছিল। গত মৌসুমে শীর্ষ চারে থাকায় চলতি মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্থান পেয়েছে ইন্টার মিলান। ছয় মৌসুম পর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। এসি মিলান তো এখনো চ্যাম্পিয়ন্স লিগের বাইরে। অবশ্য চলতি মৌসুমে এসি মিলান এখনো পর্যন্ত চার নম্বরে নিজেদের স্থান ধরে রেখেছে। শীর্ষ চারে থাকতে পারলেই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পাবে তারা। পাঁচ মৌসুম ধরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নেই এসি মিলান।

সর্বশেষ খবর