সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

অবশেষে ম্যানসিটির হার

ক্রীড়া ডেস্ক

অবশেষে ম্যানসিটির হার

চলতি মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একটা ম্যাচ হারলেও (অলিম্পিক লিঁও, ২-১) ইংলিশ প্রিমিয়ার লিগে অপরাজিত ছিল পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটি। টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেল তারা। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ২-০ গোলে হারিয়েছে ম্যানসিটিকে। চেলসির পক্ষে গোল দুটি করেছেন এনগুলো কান্তে এবং ডেভিড লুইজ। এই পরাজয়ে শীর্ষস্থান হারিয়েছে ম্যানসিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে ৪১ পয়েন্ট নিয়ে নেমে গেছে দুই নম্বরে। ম্যানসিটি নিচে নামায় সুবিধা হলো লিভারপুলের। টানা ১৬ ম্যাচ অপরাজিত থেকে শীর্ষে উঠে এসেছে লিভারপুল। অলরেডরা শনিবার মোহাম্মদ সালাহর হ্যাটট্রিকে ৪-০ গোলে হারিয়েছে বোর্নমাউথকে। এই নিয়ে সালাহ লিগে ১০ গোল করলেন। লিগে তার সমান গোল আছে কেবল অবামেয়াঙের। এদিকে আর্সেনাল টানা ২১ ম্যাচ ধরে অপরাজিত সব প্রতিযোগিতা মিলিয়ে। শনিবার গানাররা ১-০ গোলে হারিয়েছে হাডার্সফিল্ডকে। এই জয়ে আর্সেনাল ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে। শনিবার জয় পেয়েছে টটেনহ্যাম এবং ম্যানচেস্টার ইউনাইটেডও। হোসে মরিনহোর শিষ্যরা ৪-১ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। রেড ডেভিলদের পক্ষে একটি করে গোল করেছেন অ্যাশলি ইয়াঙ, হুয়ান মাতা, রোমেলু লুকাকো এবং মারকোস র্যাশফোর্ড। টটেনহ্যাম ২-০ গোলে হারিয়েছে লিস্টার সিটিকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর