বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

চ্যাম্পিয়নদের বিদায়, সেমিতে ব্রাদার্স

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়নদের বিদায়, সেমিতে ব্রাদার্স

দুই দুবার এগিয়ে যাওয়ার পরও কোয়ার্টার ফাইনাল খেলেই বিদায় নিতে হলো স্বাধীনতা কাপের বর্তমান চ্যাম্পিয়ন আরামবাগ ক্রীড়া সংঘকে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্রয়ের পর অতিরিক্ত ত্রিশ মিনিটে গড়ায় ম্যাচ। সেখানেও ব্যবধান সমান থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম পাঁচ শটেও ব্যবধান থাকে ৩-৩। এরপর সাডেন ডেথে ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচটা টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে ব্রাদার্স।

দারুণ উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হলো। বার বার রূপ বদলে গেল ম্যাচটার। একেবার একেক দলের দিকে ম্যাচের ভাগ্য ঘুরে যেতে দেখেছেন দর্শকরা। স্বাধীনতা কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরামবাগ ক্রীড়া সংঘের মধ্যে চ্যাম্পিয়ন স্পিরিটই দেখা যাচ্ছিল শুরু থেকে। ম্যাচের ১২তম মিনিটেই রবিউলের গোলে এগিয়ে যায় তারা। এই ব্যবধান দূর করেই বিরতিতে যায় ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচের ৪৩তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিওনার্দো লিমার গোলে সমতায় ফিরে ব্রাদার্স। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও নিজেদেরকে সেরা প্রমাণ করে আরামবাগ। ৫৩তম মিনিটে আবারও গোল করে দলকে এগিয়ে দেন আরামবাগের রবিউল। এবারে সমতায় ফিরতে খুব একটা দেরি করেনি ব্রাদার্স। ৬৫তম মিনিটে মান্নাফের গোলে ২-২ সমতায় ফিরে তারা। ৭৮তম মিনিটে পানামার ফরোয়ার্ড জ্যাক ড্যানিয়েলের গোলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় তারা। তবে গোলের আনন্দ করতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডের ইশারায় মাঠ ছাড়েন ড্যানিয়েল। ম্যাচটা ৩-২ ব্যবধানে জিততে যাচ্ছে ব্রাদার্স! এমন আশা জেগে উঠছিল দর্শকদের মনে। তবে আরামবাগের ক্যামেরুনিয়ান ফুটবলার পল এমিল ৮৫তম মিনিটে গোল করে দলকে ৩-৩ সমতায় ফিরিয়ে আনেন। এরপর ম্যাচ নির্ধারিত সময় শেষে অতিরিক্ত মিনিটে গড়ায়। তবে এই সমতার কোনো হেরফের হয়নি। ম্যাচের শেষদিকে প্রতিপক্ষের ফুটবলারকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে বিদায় নেন আরামবাগের নিপু। ১০ জনের দলে পরিণত হয় আরামবাগও।

টাইব্রেকারে প্রথম পাঁচটি করে শটে ৩-৩ ব্যবধান হলে ম্যাচ চলে যায় সাডেন ডেথে। ষষ্ঠ শটটি মিস করেন আরামবাগ ক্রীড়া সংঘের নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু ম্যাথু। অন্যদিকে ব্রাদার্সের পক্ষে ষষ্ঠ শটে গোল করেন খান মোহাম্মদ তারা। দারুণ এই জয়ে প্রথম দল হিসেবে স্বাধীনতা কাপের সেমিফাইনাল নিশ্চিত করল ব্রাদার্স ইউনিয়ন। গত বছর স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল তারা। হেরেছিল শেখ জামালের কাছে। সেমিফাইনালে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম আবাহনী ও শেখ রাসেলের মধ্যকার বিজয়ী দলের মুখোমুখি হবে।

সর্বশেষ খবর