বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সেমিফাইনালে শেখ রাসেল

ক্রীড়া প্রতিবেদক

সেমিফাইনালে শেখ রাসেল

ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। স্বাধীনতা কাপের শেষ আটেও দেখা হয় দুই দলের। এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে চট্টগ্রাম আবাহনী! কিন্তু প্রতিশোধ নেওয়ার সুযোগটা কাজে লাগাতে পারল না বন্দরনগরী চট্টগ্রামের দলটা। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল।

স্বাধীনতা কাপে ২০১৩ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শেখ রাসেল। এর আগেও ২০১১ সালে একই টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল তারা। তবে এরপর আর ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি শেখ রাসেল। এবার গতবারের রানার্সআপ চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল ম্যাচের ৩৫তম মিনিটেই এগিয়ে যায় শেখ রাসেল। বিশ্বনাথ ঘোষের ক্রসে এক সতীর্থের হেডে বল পেয়ে গোল করেন উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিশের। এখানেই শেষ নয়। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোইন। বিপলু আহমেদের ক্রস প্রতিপক্ষ ফুটবলারের পায়ে লেগে ফিরে এলে পেয়ে যান রাফায়েল। ডি বক্সে ঢুকেই কোনাকুনি শটে গোল করেন তিনি। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় শেখ রাসেল। দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম আবাহনী প্রবল আক্রমণ করলেও গোলের দেখা পায়নি তারা। শেখ রাসেলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রুখে দেন মামাদু বাহ আর মাগালান আওয়ালাদের আক্রমণ।

সেমিফাইনালে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হচ্ছে শেখ রাসেল। প্রথম কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে আরামবাগকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাদার্স। ১৯ ডিসেম্বর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে শেখ রাসেল-ব্রাদার্স।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর