শিরোনাম
শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বেলফোর্টের গোলে সেমিতে আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

বেলফোর্টের গোলে সেমিতে আবাহনী

ফেডারেশন কাপে শিরোপা জিতে মৌসুমটা শুরু করেছে ফুটবলে দেশের সবচেয়ে সফল দল ঢাকা আবাহনী লিমিটেড। শুধু শিরোপা নয় এই টুর্নামেন্টে দ্বিতীয়বার হ্যাটট্রিক চ্যাম্পিয়নের বিরল রেকর্ড গড়েছে আবাহনী। এবার স্বাধীনতা কাপ জয়ের মিশনে এগিয়ে যাচ্ছে তারা। এক সময় তাদের চিরপ্রতিদ্বন্দ্বি দল মোহামেডান টুর্নামেন্টে গ্রুপপর্ব থেকে বিদায় নিলেও আবাহনী ঠিকই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছিল। কোয়ার্টার থেকে সেমিফাইনালেও উঠে গেল আবাহনী। গতকাল শেষ আটে তাদের প্রতিপক্ষ ছিল সাইফ স্পোর্টিং। গ্রুপপর্বে দলটি আরামবাগের কাছে বিধ্বস্ত হলেও আবাহনী ঠিকই গুরুত্ব দিয়ে মাঠে নেমেছিল। না দিয়ে উপায়ও ছিল না। কেননা আবাহনীর মতো এই দলেও আছে জাতীয় দলের বেশ কজন ফুটবলার। বিদেশি কালেকশনও খারাপ নয়। তবে বেশি দূর আর যেতে পারল না। কোয়ার্টার ফাইনালেই সাইফকে বিদায় নিতে হলো। আবাহনী ১-০ গোলে জিতে সেমিফাইনালে চলে গেল। আজ বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের ম্যাচে জয়ী দল সেমিতে আবাহনীর বিপক্ষে লড়বে। আরামবাগের সামনে গ্রুপ ম্যাচে দাঁড়াতেই পারেনি। অথচ গতকাল আবাহনীর সঙ্গে সমান তালে লড়ছে। ফিফটি-ফিফটি ম্যাচে কে যে জিতবে বলা যাচ্ছিল না। একবার আবাহনী আরেক বার সাইফ আক্রমণ করে গ্যালারি মাতিয়ে রাখে। আবাহনীর ভয়ঙ্কর সানডে গতকাল সহজ সহজ সুযোগ হাতছাড়া করেন। তবে আরেক বিদেশি বেলফোর্টের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বলা যায় তিনিই গতকাল সাইফের রক্ষণভাগ কাঁপিয়ে তোলেন। ৮০ মিনিট গোল শূন্য গড়ানোর পর মনে হচ্ছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে। কিন্তু তা আর হতে দেননি বেলফোর্ট। ৮২ মিনিট তারই নান্দনিক গোলে আবাহনী এগিয়ে যায়। শেষ পর্যন্ত এই গোলেই আবাহনীকে সেমিতে নিয়ে যায়।

সর্বশেষ খবর