শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক দিনে তিন জায়ান্টের হার

ক্রীড়া ডেস্ক

এক দিনে তিন জায়ান্টের হার

প্রথম পাঁচ ম্যাচে জয়ের ধারেকাছে ভিড়তে পারেনি সুইজাল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজ। চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরের প্রথম পর্বে গ্র“পের শেষ ম্যাচে সুইস ক্লাবটি মুখোমুখি হয়েছিল শিরোপা প্রত্যাশী ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসের। লড়াইয়ে শেষ হাসি হেসেছে সুইস ক্লাবটি। রোনালদোদের চমকে ইয়াং বয়েজ ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাসকে। গ্র“পের আরেক দল ভ্যালেন্সিয়া একই ব্যবধানে ২-১ গোলে হারিয়েছে জোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডকে। হারলেও দুই জায়ান্টের পরবর্তী রাউন্ডে যেতে সমস্যা হয়নি। ইত্তিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ‘এফ’ গ্র“পের ম্যাচে হফেমহাইফের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ম্যান সিটি। প্রথম লেগে একই ব্যবধানে জয় পেয়েছিল পেপ গার্ডিওলার শিষ্যরা। বার্নাব্যু সান্তিয়াগোতে রিয়াল মাদ্রিদকে বোকা বানিয়ে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে সিএসকে মস্কো। প্রথম লেগেও মস্কো ঘরের মাঠে জয় পেয়েছিল ১-০ গোলে। বুধবার রাতে শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ড। শেষ রাউন্ডে হেরেছে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গত এক দশকে দলটি দ্বিতীয় বারের মতো দুই লেগে হেরেছে। ২০০৮/০৯ মৌসুমে রিয়ালকে দুই পর্বেই হারিয়েছিল জুভেন্টাস। প্রথম রাউন্ড শেষের দিন আরও হেরেছে জুভেন্টাস ও ম্যান ইউ। তাতে করে চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে খেলা আটকে যায়নি বড় বড় দলগুলোর।

প্রথম রাউন্ড শেষে নিশ্চিত হয়েছে ৮ গ্র“পের ১৬ দল। ‘এ’ গ্র“প থেকে পরের রাউন্ডে জায়গা নিয়েছে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড ও স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। ৬ ম্যাচে দুই দলের পয়েন্ট সমান ১৩। তৃতীয় দল ইউরোপা কাপ খেলবে বেলজিয়ামের ক্লাব ব্র“জেস্ক। ‘বি’ গ্র“পে খেলেছে লিওনেল মেসির বার্সেলোনা, ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার, ইতালির ইন্টার মিলান ও নেদারল্যান্ডসের পিএসভি আইন্দোভেন। ৬ ম্যাচে চার জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে পরের রাউন্ডে গেছে বার্সেলোনা। দ্বিতীয় হওয়ার লড়াইয়ে ছিল ইন্টার ও টটেনহ্যাম। সমান ৮ পয়েন্ট হলেও গোল পার্থক্যে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাবটি। আগামী মৌসুমে ইউরোপা কাপ খেলবে ইন্টার। প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি), লিভারপুল, ন্যাপোলি ও রেড স্টার বেলগ্রেডকে নিয়ে গড়া ‘সি’ গ্র“পকে বলা হচ্ছিল ‘ডেথ গ্র“প’। গ্র“প থেকে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে গেছে নেইমার ও এমবাপ্পের পিএসজি। ন্যাপোলির সঙ্গে সমান ৯ পয়েন্ট পেয়েও গোল পার্থক্যে পরে রাউন্ডে গেছে মোহাম্মদ সালাহ’র লিভারপুল। ইউরোপা কাপ খেলবে ন্যাপোলি। গ্র“প ‘ডি’ থেকে ১৬ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে গেছে পর্তুগিজ ক্লাব এএফসি পোর্তো। দ্বিতীয় রাউন্ডে সুযোগ পাওয়া আরেক দল জার্মানির এলকে শালকে ০৪। ইউরোপা কাপ খেলবে তুরস্কের গ্যালাতাসারে। পরের রাউন্ডে যাওয়া ‘ই’ গ্র“পের দুই দল বায়ার্ন মিউনিখ ও অ্যাজাক্স আমর্স্টাডাম। ইউরোপা কাপে খেলবে বেনিফকা। ১৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্র“পে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। দলটির সঙ্গে পরের রাউন্ডে খেলবে অলিম্পিক লিঁও। ইউরোপা কাপে খেলবে শাখতার ডোনেস্ক। শেষ ম্যাচে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। তারপরও ‘জি’ গ্র“প থেকে পরের রাউন্ডে যেতে সমস্যা হয়নি রিয়ালের। দ্বিতীয় দল হিসেবে খেলবে এএস রোমা। ইউরোপা কাপে খেলবে প্লাজন। ‘এইচ’ গ্র“পের শেষ ম্যাচে জিতেছে ভ্যালেন্সিয়া ও সুইজারল্যান্ডের ক্লাব বিএসসি ইয়াং বয়েজ। বিএসসি ২-১ গোলে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসকে। একই ব্যবধানে ভ্যালেন্সিয়া একই ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। 

এক নজরে চ্যাম্পিয়ন্স লিগের পারফরম্যান্স

রিয়াল মাদ্রিদ                ০:৩      সিএসকে মস্কো

ভিক্টোরিয়া প্লাজেন       ২:১       রোমা

অ্যাজাক্স                      ৩:৩      বায়ার্ন

বেনিফিকা                    ১:০       এইকে এথেন্স

ম্যান সিটি                     ২:১       হফেনহাইম

শাখতার ডোনেস্ক          ১:১       লিঁও

ভ্যালেন্সিয়া                   ২:১       ম্যান ইউ

ইয়াং বয়েজ                  ২:১       জুভেন্টাস

সর্বশেষ খবর