শিরোনাম
শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

টাইব্রেকারে ম্যাচ জিতে সেমিতে বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

টাইব্রেকারে ম্যাচ জিতে সেমিতে বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংসকে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে তোলার নায়ক আনিসুর রহমান জিকোকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করছেন কর্মকর্তা ও ফুটবলাররা -বাংলাদেশ প্রতিদিন

গত মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগ জিতেই নিজেদের শক্তিশালী আগমনী বার্তা দিয়ে রেখেছিল বসুন্ধরা কিংস। চলতি মৌসুম শুরুর আগেই দল গঠন করতে গিয়ে বাংলাদেশের ফুটবলে নতুন যুগের সূচনা করে তারা। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের অধীনে দারুণ একটা দল গড়ে তোলে। তারপর নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্টে খেলতে নেমেই নিজেদের নামের প্রতি সুবিচার করে পৌঁছে যায় ফাইনালে। অবশ্য আবাহনী লিমিটেডের কাছে ফাইনালে হেরে যায় তারা। তবে নতুন দল হিসেবে ফাইনাল খেলার গৌরবও তো কম নয়। বসুন্ধরা কিংস মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্টেও সাফল্যের পথে ছুটে চলেছে। গ্রুপ পর্বের কঠিন বাধা পাড়ি দিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে তারা। এবার শেষ আটে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ জিতে শেষ চারে পৌঁছে গেছে বসুন্ধরা কিংস।

মৌসুমের সবচেয়ে কঠিন ম্যাচটা বোধ হয় খেলল বসুন্ধরা কিংস। গতকাল স্বাধীনতা কাপের চার নম্বর কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত ত্রিশ মিনিট খেলে ২-২ গোলের ড্র ম্যাচটা বসুন্ধরা কিংস টাইব্রেকারে জিতে ৩-২ ব্যবধানে। গোলরক্ষক আনিসুর রহমান জিকোর নৈপুণ্যে কঠিন ম্যাচটা জিতল বসুন্ধরা কিংস। টাইব্রেকারে তিনটা গোল রুখে দিয়েছেন জিকো।

বার বার পিছিয়ে পরেও দারুণ একটা জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। ম্যাচের ২৫তম মিনিটেই এগিয়ে গিয়েছিল রহমতগঞ্জ। ডি বক্সের ভিতর থেকে জামাল হোসেন দারুণ এক ভলিতে গোল করেন। প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বসুন্ধরা কিংস। তবে দ্বিতীয়ার্ধের ৬৬তম মিনিটে বসুন্ধরা কিংসের কোস্টারিকার বিশ্বকাপ খেলা তারকা ফুটবলার কলিনড্রেসের ডান পায়ের শটে দারুণ গোলে দলকে সমতায় ফেরান। তবে খুব বেশিক্ষণ এ স্বস্তি থাকেনি বসুন্ধরা কিংস শিবিরে। পাঁচ মিনিট পরই ফয়সালের গোলে আবারও এগিয়ে যায় রহমতগঞ্জ। এরপর জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণ করে বসুন্ধরা কিংস। কলিনড্রেসের জোরাল আক্রমণে তছনছ হয়ে যায় রহমতগঞ্জের ডিফেন্স লাইন। তবে প্রতিটা আক্রমণই ব্যর্থ হয়। যোগ করা সময়ের একেবারে মুহূর্তে কলিনড্রেসের ক্রসে বল পেয়ে হেডে গোল করেন বখতিয়ার। অতিরিক্ত ত্রিশ মিনিটে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ম্যাচের নায়ক বসুন্ধরা কিংসের গোলরক্ষক জিকো। রহমতগঞ্জের জুনাপিও, ড্যামিয়েন চিগোজি ও ওসাগির শট রুখে দেন তিনি। অন্যদিকে বসুন্ধরা কিংসের পক্ষে গোল করেন বখতিয়ার, নাসিরউদ্দিন ও ড্যানিয়েল কলিনড্রেস।

বসুন্ধরা কিংস সেমিফাইনালে আবাহনী লিমিটেডের মুখোমুখি হচ্ছে। ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর কাছেই হেরেছিল অস্কার ব্রুজোনের শিষ্যরা। এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে তাদের সামনে। ২০ ডিসেম্বর আবাহনী লিমিটেডের মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস। অন্য সেমিফাইনালে একদিন আগেই মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়ন।

সর্বশেষ খবর