শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

চেলসির ড্র এসি মিলানের হার

ক্রীড়া ডেস্ক

উয়েফা ইউরোপা লিগে গ্রুপের শেষ ম্যাচে হেরে বিদায় নিল ইতালিয়ান জায়ান্ট ক্লাব এসি মিলান। গত বৃহস্পতিবার তারা গ্রিক ক্লাব অলিম্পিয়াকসের কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছে। এই পরাজয়ে ১০ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বিদায় নিতে হলো এসি মিলানকে। সমান পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউটে চলে গেছে অলিম্পিয়াকস। এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিস। এদিকে ইউরোপা লিগে কোনোরকমে ড্র করেছে চেলসি। ইংলিশ ক্লাবটি হাঙ্গেরির ক্লাব ভিডির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। উইলিয়ানের গোলে এগিয়ে গেলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছিল চেলসি। শেষদিকে ফরাসি তারকা অলিভিয়ের গিরদের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে ব্ল–জরা। অবশ্য ড্র করেও ‘এল’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই নকআউট পর্বে উঠে এসেছে চেলসি। ইউরোপা লিগে এসি মিলান ও চেলসি ব্যর্থ হলেও জয়রথ ছুটছেই আর্সেনালের। গানাররা ক্যারাবাগকে ১-০ গোলে হারিয়েছে। জয়সূচক গোলটা করেন আলেক্সান্ডার লেকাজেট। এই জয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে উঠে এলো উনাই আমেরির দল। এ ছাড়াও ইউরোপা লিগে গত বৃহস্পতিবার জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। তারা ৩-০ গোলে হারিয়েছে ক্রাসনোদারকে। ইউরোপা লিগে পাঁচবারের চ্যাম্পিয়নরা ‘জে’ গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে।

সর্বশেষ খবর