শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আশরাফুলের ঝড়ো ব্যাটিং

ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টি ভাসিয়ে নিয়েছে চার দিনের ম্যাচের প্রথম দুদিন। বিসিএলে সাউথ জোন ও ইস্ট জোনের খেলায় ফল হওয়ার সম্ভাবনা ছিল তাই ক্ষীণ। বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি ড্র হয়েছে। কিন্তু গতকাল চতুর্থ দিনে হঠাৎই রোমাঞ্চ ছড়িয়েছেন সাবেক টেস্ট অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান আশরাফুল ব্যাট হাতে ঝড় তোলেন। প্রতিপক্ষের বোলারদের ব্যাট হাতে শাসন করে মাত্র ৩০ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৪ রানের ইনিংস খেলেন ৩৫ বলে। দলটির ওপেনার রনি তালুকদার ৫৮ রানের ইনিংস খেলেন ৩৯ বলে। ড্র ম্যাচে ৮ উইকেটে ২৬২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ইস্ট জোন। জবাবে ৮ উইকেটে ১৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে সাউথ জোন। ৯৭ রানে এগিয়ে থেকে ইস্ট জোন দ্বিতীয় ইনিংসে টি-২০ স্টাইলে ব্যাটিং করে ৫ উইকেটে ১৫৯ রান তুলে নেয়। আশরাফুল ও রনির হাফ সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা করে। জয়ের জন্য ৪০ ওভারে সাউথ জোনের টার্গেট দাঁড়ায় ২৪৭ রান। ৬৯ রানে ৫ উইকেট হারানোর পরা ইস্ট জোনকে রক্ষা করেন নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান ষষ্ঠ উইকেট জুটিতে গড়েন ৬৩ রান। রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ড্র হয়েছে নর্থ জোন ও সেন্ট্রাল জোন ম্যাচ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর