শিরোনাম
শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পূজারার সেঞ্চুরিতে ভারতের বড় সংগ্রহ

ক্রীড়া ডেস্ক

অ্যাডিলেডে সেঞ্চুরি করেছিলেন। ওই সেঞ্চুরির পর অনেকেই তার মধ্যে রাহুল দ্রাবিড়ের ছায়া খুঁজে পেয়েছিলেন। ভবিষ্যতের ভরসা বলেও আশাবাদী হয়ে উঠেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু পার্থের হার্ড ও বাউন্সি উইকেটে অস্ট্রেলিয়ান পেসারদের দাপটে খুব বেশি সুবিধা করতে পারেননি চেতেশ্বর পূজারা। সমালোচকরা অনেকেই সমালোচনা করেন তার মানসিকতা নিয়ে। মেলবোর্নে সমালোচকদের জবাব দিয়েছে ফের তিন অংকের জাদুকরী ইনিংস খেলে। পূজারার সেঞ্চুরিতে ৭ উইকেটে ৪৪৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। স্বাগতিক অস্ট্রেলিয়া ৬ ওভারে বিনা উইকেটে ৮ রান তুলে তৃতীয় দিনে ব্যাটিং করবে।     

আগের দিনের ২ উইকেটে ২১৫ রান নিয়ে খেলতে নামেন ভারতের দুই অপরাজিত ব্যাটসম্যান পূজারা ও অধিনায়ক বিরাট কোহলি। প্রথম সেশনটা কাটিয়ে দিলেও ১৭০ রানের জুটি ভাঙেন বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক। অগের দিনের সঙ্গে আরও ৩৩ রান যোগ করে ব্যক্তিগত ৮২ রানে সাজঘরে ফিরেন কোহলি। ক্যারিয়ারের ১৭ নম্বর সেঞ্চুরি হাঁকানো কোহলি সাজঘরে ফিরেন ব্যক্তিগত ১০৬ রানে। ৩১৯ বলের ইনিংসটিতে ছিল ১০টি চার। তবে অধিনায়কের ইনিংস ঘোষণায় হতাশ হতে হয়েছে অনেকদিন পর খেলতে নামা রোহিত শর্মাকে। তিনি অপরাজিত ছিলেন ৭৩ রানে। স্বাগতিকদের পক্ষে ৩ উইকেট নেন প্যাট কামিন্স।

সর্বশেষ খবর