মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জনগণের রায়ের প্রতি যথাযথ সম্মান দেখাব

নড়াইল প্রতিনিধি

জনগণের রায়ের প্রতি যথাযথ সম্মান দেখাব

সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা -বাংলাদেশ প্রতিদিন

নড়াইল-২ আসনে সদ্য জয়ী আওয়ামী লীগের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, খেলার মাঠ ও রাজনীতির মাঠের মধ্যে  কোনো পার্থক্য দেখতে চাই না। খেলার মাঠে যেমন পরিচ্ছন্নভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করি, রাজনীতিতেও দলমত সবার প্রতি শ্রদ্ধা থাকবে। রাজনীতিতে তিনি কোনো গ্রুপিংয়েও বিশ^াস করেন না। তিনি গতকাল দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে জয়লাভের পর গণমাধ্যম কর্মীদের দেওয়া প্রথম প্রেসবিফ্রিংয়ে একথা বলেন।

মাশরাফি আরও বলেন, কৃষিনির্ভর নড়াইলকে সামনে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। কৃষির উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট, বিভিন্ন গ্রামীণ সড়কের উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট ও তরুণ সমাজের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। নদী ভাঙনরোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে দূরে সরাতে খেলাধুলায় মনোনিবেশসহ সব ধরনের সহযোগিতা করবো। নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মনোন্নয়নে পদক্ষেপ নিব। এখানে একটি পাবলিক বিশ^বিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন এবং আন্তর্জাতিক মানের ষ্টেডিয়াম নির্মাণের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো। মানুষের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে। ব্যক্তিগত চাহিদার চেয়ে সমষ্টিগত মানুষের চাহিদাকে গুরুত্ব দেওয়া হবে। জনগণের জন্য আসা সরকারি অনুদান যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। উন্নয়ন বরাদ্দের সম্পূর্ণটুকু কাজে লাগানো হবে। আমাকে দেওয়া জনগণের রায়ের প্রতি যথাযথ সম্মান দেখাব। অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। বিশেষ করে বয়োবৃদ্ধ মানুষের প্রতি বেশি বেশি সম্মান দেখাব। তিনি আরও বলেন, মানুষের মধ্যে ভালো-মন্দ দুটিই থাকে। একটি মানুষের মধ্যে যে ভালোটি আছে সেটি ফুটিয়ে তুলতে হবে। নির্বাচনে এসে কেমন লাগছে এমন প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, ভালো লাগছে। সবার কাছে যেতে পারছি। মানুষের ভালোবাসা পাচ্ছি। এটা নিঃসন্দেহে আমার জীবনের চরম পাওয়া। সামনের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলার ব্যাপারে কোনো ছাড় নয় বলে স্পষ্টভাবে জানিয়ে দেন নড়াইল এক্সপ্রেসখ্যাত টাইগার দলপতি মাশরাফি। প্রেসবিফ্রিংয়ে উপস্থিত ছিলেন নড়াইল প্রেস ক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাংবাদিক আব্দুস সাত্তার, মুন্সী আসাদ রহমান, ফরহাদ খানসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

সর্বশেষ খবর