মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আর্জেন্টিনা দলে ফিরছেন মেসি

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনা দলে ফিরছেন মেসি

আগামী জুনে ব্রাজিলে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। ফুটবলের ইতিহাসের সবচেয়ে পুরনো টুর্নামেন্ট। প্রতিবেশি আর্জেন্টিনা এই টুর্নামেন্টে অন্যতম ফেবারিট। স্বাগতিক ব্রাজিল তো বটেই। কিন্তু আর্জেন্টিনা দলটাই তো এখনো পূর্ণ হচ্ছে না। বিশ্বকাপের পর থেকেই মুখ ফিরিয়ে দূরে সরে আছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে কবে ফিরবেন, কোনো বক্তব্যই দিচ্ছেন না। আদৌ ফিরবেন কি না তাও বুঝা যাচ্ছে না। তবে মেসির ১০ নম্বর জার্সিটা সযত্নে রেখে দিয়েছে আর্জেন্টিনা। এবার আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দ্রুতই মেসিকে দলে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন।

 কোপা আমেরিকা টুর্নামেন্টের আগেই প্রীতিম্যাচ খেলবে আর্জেন্টিনা আগামী মার্চে। সেই প্রীতিম্যাচেই মেসিকে দলে দেখতে চান স্কালোনি। তিনি বলেন, ‘মেসির সঙ্গে আমার নিয়মিত কথা হয় না। তবে আমাদের মধ্যে দারুণ একটা সম্পর্ক আছে। আমরা চেষ্টা করব যাতে সে ২০১৯ সালে আমাদের সঙ্গে যোগ দেয়। আমরা আরও কয়েকবার বসব কথা বলতে। আশা করি সেটা ইতিবাচকভাবেই শেষ হবে। আমাদের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো কোচই ওকে কোচিং করাতে চাইবে। আমি তো অন্য যে কারও চেয়ে বেশি চাই।’ রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা লিবারতেদরস ফাইনালে মেসি দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে স্কালোনি ও আর্জেন্টাইন ফুটবলের প্রধান ক্লাওডিও তাপিয়ার সঙ্গে কথা বলেছেন মেসি। এরপরই মেসিকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন স্কালোনি। দেখা যাক, মেসি জাতীয় দলে ফিরেন কি না!

 

 

 

সর্বশেষ খবর