মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আইসিসি বর্ষসেরা টি-২০ দলে রুমানা

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি বর্ষসেরা টি-২০ দলে রুমানা

টি-২০ মহিলা বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। রুমানা আহমেদ, সালমা খাতুন, জাহানারা আলমরা মেলে ধরতে পারেননি নিজেদের। তাই প্রথম পর্বের গন্ডি পেরোতে পারেনি। তবে এশিয়া কাপের শিরোপা জিতে বিস্ময়ের জন্ম দিয়েছে। ভারতের মতো পরাশক্তিকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়। শিরোপা জয়ী দলে সামনে থেকে ব্যাট ও বল হাতে পারফরম্যান্স করেছেন রুমানা। ধারাবাহিক পারফরম্যান্সের ফলও হাতেনাতে পেয়েছেন তিনি। আইসিসির বর্ষসেরা টি-২০ দলে সুযোগ পেয়েছেন রুমানা। তবে ওয়ানডে দলে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার। অবশ্য টি-২০ বিশ্বকাপের সেরা দলে সুযোগ পেয়েছিলেন জাহানারা। তাকে রাখা হয়েছিল দ্বাদশ ক্রিকেটার হিসেবে। আইসিসি টি-২০ দলকে নেতৃত্ব দিবেন ভারতের হারমনপ্রীত কাউর, সহ অধিনায়ক উইকেটরক্ষক এলিসা হিলি। আইসিসি যে স্কোয়াড ঘোষণা করেছে, তাতে চার ক্রিকেটার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার, তিনজন ভারতের, দুজন নিউজিল্যান্ডের এবং একজন করে ইংল্যান্ড ও বাংলাদেশের। রুমানা দারুণ ক্রিকেট খেলে দেশের অপরিহার্য ক্রিকেটারের পরিণত হয়েছেন। তিনি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেছেন। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে তার পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। এশিয়া কাপে ৬ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। চলতি বছর টি-২০ সংস্করণে ২৪ ম্যাচে তার উইকেট সংখ্যা ৩০টি। রান করেছেন ২২৯।

সর্বশেষ খবর