বুধবার, ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নতুন বছরে নতুন টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক

নতুন বছরে নতুন টুর্নামেন্ট

নতুন বছরে প্রথম দিনেই নতুন টুর্নামেন্টের ঘোষণা দিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। গতকাল তিনি জানান, বঙ্গবন্ধু গোল্ডকাপ নিয়মিত হবে। অক্টোবরে আয়োজন করা হবে জাতির জনকের নামে এ টুর্নামেন্ট। এ ছাড়া এপ্রিলে প্রথমবারের মতো আয়োজন করা হবে অনূর্ধ্ব-১৯ নারীদের বঙ্গমাতা গোল্ডকাপ। সালাউদ্দিন বলেন, ‘বিদায়ী বছরটা ভালোই কেটেছে। ফুটবলের নতুন বছরটা আরও ভালোভাবে কাটাতে চাই। টুর্নামেন্ট ছাড়া ফিফা উইন্ডোগুলো আমরা ভালোভাবে কাজে লাগাব।’ ১৮ জানুয়ারি শুরু হবে একাদশ পেশাদার লিগ। দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ ও তৃতীয় বিভাগ যথাসময়ে হবে বলে সালাউদ্দিন জানান। উল্লেখ্য, এবার পেশাদার লিগে ১৩টি ক্লাব অংশ নেবে। ঢাকাসহ এবার চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, নোয়াখালী, ফরিদপুর, গোপালগঞ্জ ও নীলফামারী ভেন্যুতে লিগ হবে। সিলেট জেলা স্টেডিয়াম ও চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা কেটে গেছে। ১৮ জানুয়ারি লিগ শুরু হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী সপ্তাহে প্রফেশনাল লিগ কমিটির সভায়। উল্লেখ্য, পেশাদার লিগের আগের ১০ আসরে ঢাকা আবাহনী ছয়, শেখ জামাল ধানমন্ডি ক্লাব তিন ও শেখ রাসেল ক্রীড়া চক্র একবার চ্যাম্পিয়ন হয়।

সর্বশেষ খবর