শিরোনাম
শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ম্যানইউ জিতেছে চেলসির ড্র

ক্রীড়া ডেস্ক

ম্যানইউ জিতেছে চেলসির ড্র

বছরের শুরুটা দারুণ হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। হোসে মরিনহোকে বিদায় করার পর থেকেই দলটার ভাগ্য যেন ফিরে এসেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ৩-১ গোলে পরাজিত হওয়ার পরই পর্তুগিজ কোচকে বিদায় করেছিল রেড ডেভিলরা। দায়িত্ব তুলে দিয়েছিল সাবেক ম্যানইউ তারকা নরওয়ের ওলে গানারের কাঁধে। দায়িত্বটা তিনি বেশ দক্ষতার সঙ্গেই সামলাচ্ছেন। একে একে টানা চারটা ম্যাচ জিতল ম্যানইউ লিগে। বুধবার নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। ম্যানইউর পক্ষে দুটি গোল করেছেন রোমেলু লুকাকো (৬৪) ও মারকোস র‌্যাশফোর্ড (৮০)। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউ জয় দিয়ে বছর শুরু করলেও চেলসি ড্র করেছে। বছরের প্রথমেই পয়েন্ট হারাল ব্লুজরা। তারা নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে সাউদ্যাম্পটনের সঙ্গে গোল শূন্য ড্র করেছে। বছরের শুরুতে ইংলিশ লিগে জয় পেয়েছে ক্রিস্টাল প্যালেস ও বার্নলি। উলফসকে ২-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস। বার্নলি ২-১ গোলে হারিয়েছে হাডার্স ফিল্ডকে। অন্যদিকে ওয়েস্ট হ্যাম-ব্রাইটন ২-২ গোলে এবং বোর্নমাউথ-ওয়াটফোর্ড ৩-৩ গোলে ড্র করেছে।

টানা জয়ের পরও অবশ্য ম্যানইউর অবস্থানের কোনো উন্নতি হচ্ছে না। ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট সংগ্রহ করে তারা ছয় নম্বরেই অবস্থান করছে। সমান ম্যাচে ৪১ পয়েন্ট সংগ্রহ করে ম্যানইউর এক ধাপ উপরে অবস্থান করছে আর্সেনাল। আর সাউদ্যাম্পটনের সঙ্গে গোল শূন্য ড্র করা চেলসি ৪৪ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। সাউদ্যাম্পটন ১৬ পয়েন্ট নিয়ে রেলিগেশন তালিকায় অবস্থান করছে। ১৮ নম্বরে আছে তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর