শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রান উৎসবের ম্যাচে নিউজিল্যান্ডের জয়

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে ওয়ানডে ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মার্টিন গাপটিল। বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিও এই কিউই ব্যাটসম্যানের। নিউজিল্যান্ডের অপরিহার্য এই ডান হাতি ওপেনার ইনজুরিতে পড়ে গত ১০ মাস ছিলেন মাঠের বাইরে। তাই বলে ক্রিকেট ভুলে যাননি। বিশ্রামে থেকে বরং আরও শানিত করেছেন নিজেকে। গতকাল মাউন্ট মানগুনাইতে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথমটি খেলতে নেমেই স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে তুলে নিয়েছেন সেঞ্চুরি। তার ১৬০ ওয়ানডে ক্যারিয়ারের ১৪ নম্বর সেঞ্চুরিতে ৪৫ রানের জয় তুলে সিরিজে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। এই ম্যাচে ঝড়ো ব্যাটিং করেছেন নিশামও। দুই বছর পর দলে ফিরেই লঙ্কান বোলারদের তুলোধুনো করে ছেড়েছেন। ৪৭ রানের ইনিংস খেলেছেন মাত্র ১৩ বলে। এরমধ্যে থিসারা পেরেরার এক ওভারে ৫ ছক্কা ও এক নো বল নিয়েছেন ৩৪ রান। যা ব্ল্যাক ক্যাপসদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে রেকর্ড। রান উৎসবের ম্যাচে অবশ্য সফরকারীদের কুশল পেরেরাও সেঞ্চুরি করেছিলেন। সেটার রান ব্যবধান কমিয়েছেই শুধু।

সর্বশেষ খবর