শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এসএ গেমস অনিশ্চিত

ক্রীড়া প্রতিবেদক

এসএ গেমস অনিশ্চিত

এক সময় নাম ছিল সাফ গেমস। নাম বদলে এখন হয়েছে এস এ গেমস। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের অংশগ্রহণে আসরটিকে বলা হতো দক্ষিণ এশিয়ার অলিম্পিক। গেমসের পথচলা শুরু আজ থেকে ৩৫ বছর আগে। ১৯৮৪ সাল থেকে ২০১৬ পর্যন্ত নিয়মিত মাঠে গড়িয়েছে গেমসটি। এবার ‘হিমালয়কন্যা’ নেপালের রাজধানী কাঠমান্ডুতে হওয়ার কথা এস এ গেমস। কিন্তু গেমস আয়োজন নিয়ে অপরাপর দেশগুলোকে এখন পর্যন্ত কিছুই জানায়নি নেপাল অলিম্পিক অ্যাসোসিয়েশন। এর ফলে গেমসের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশ অলিম্পিক অর্গানাইজেশনের (বিওএ) উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর গেমস আয়োজনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা পোষণ করেছেন। এস এ গেমসের চলতি আসরের নির্ধারিত সময় ছিল ৯-১৮ মার্চ। শুরুতে এক বছর বিরতি দিয়ে মাঠে গড়াতো আসর। এরপর কখনো ২ বছর, কখনো আবার ৪ বছর পরও মাঠে গড়িয়েছে। কিন্তু এবারই প্রথম অনিশ্চিত হয়ে পড়েছে গেমস। গেমস শুরু ১৯৮৪ সালে কাঠমান্ডুতে। পরের বছর স্বাগতিক হয়েছিল ঢাকা। এভাবে ১৯৯৫ সাল পর্যন্ত এক বছরের বিরতি দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গেমসটির আয়োজক ছিল ভারতের গৌহাটি ও শিলং। এবার আয়োজক নেপাল। কিন্তু দেশটির অলিম্পিক সংস্থা কিছুই জানায়নি এখনো। তাই অনিশ্চয়তায় দুলছে বিওএ। বিওএ উপ-মহাসচিব বলেন, ‘নেপাল এখনো আমাদের কিছু জানায়নি। আমরা তাদের উত্তরের অপেক্ষায় আছি। আমি এখনই বলব গেমস অনিশ্চিত। তবে এখন পর্যন্ত যেহেতু কিছু জানা যায়নি, তাই এমন আশঙ্কা করাই যায়।’ যদি কোনো কারণে এবার গেমস মাঠে না গড়ায়, তাহলে ২০২০ সালে মাঠে গড়ানোর সম্ভাবনাও কম। কারণ, ২০২০ সালে টোকিও অলিম্পিক। যদি কোনো কারণে নেপাল আয়োজক থেকে পিছু হটে, তাহলে শ্রীলঙ্কায় হতে পারে গেমস। এমন একটি সূক্ষ্ম সম্ভাবনা রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর