শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ড্রতে বছর শুরু রিয়ালের

ক্রীড়া ডেস্ক

ড্রতে বছর শুরু রিয়ালের

দিন কয়েক আগে ফিফা ক্লাব বিশ্বকাপ জিতল রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও ছুটছে তারা দুরন্ত গতিতে। কিন্তু স্প্যানিশ লা লিগায় খেলতে গেলেই যেন কী হয়ে যায় রিয়াল মাদ্রিদের। বার বারই ব্যর্থ হচ্ছে তারা। নতুন কোচ সান্তিয়াগো সোলারির অধীনে ভালোই খেলছিল দলটা। হঠাৎ করেই ছন্দপতন হলো তাদের। ভিয়ারিয়ালের মাঠে গিয়ে পয়েন্ট হারিয়ে এল লস ব্ল্যাঙ্কোসরা। বছরের প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের চতুর্থ মিনিটেই সান্টি কাজোরলার গোলে এগিয়ে গিয়েছিল ভিয়ারিয়াল। তিন মিনিট পর রিয়ালকে সমতায় ফেরান ফরাসি তারকা করিম বেনজেমা। এরপর ২০তম মিনিটে আরেক ফরাসি রাফায়েল ভারানে গোল করলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল বর্তমান ইউরোপ ও বিশ্ব সেরা দলটা। তবে ম্যাচের শেষ দিকে ৮২তম মিনিটে সান্টি কাজোরলার দ্বিতীয় গোল সমতায় ফিরে ভিয়ারিয়াল। এই সমতা আর দূর করতে পারেনি রিয়াল। ভিয়ারিয়ালের সঙ্গে এ ড্রয়ে ১৭ ম্যাচে ৩০ পয়েন্ট সংগ্রহ করে চার নম্বরেই থাকল রিয়াল মাদ্রিদ। লা লিগায় সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৩৪ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো দুইয়ে এবং ৩২ পয়েন্ট নিয়ে সেভিয়া চারে অবস্থান করছে। অন্যদিকে রিয়ালের বিপক্ষে এক পয়েন্ট সংগ্রহ করে রেলিগেশন থেকে বেরিয়ে এলো ভিয়ারিয়াল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর