রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

স্মিথ-ওয়ার্নার মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

স্মিথ-ওয়ার্নার মুখোমুখি

শীতের ঠান্ডায় সবার নজরে ছিলেন মাশরাফি বিন মর্তুজা ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। টাইগার ওয়ানডে অধিনায়ক খেলেছেন সংসদ সদস্য হয়ে। আশরাফুল খেলেছেন নিষেধাজ্ঞা কাটিয়ে। মাশরাফির দল রংপুর রাইডার্স হেরেছে আশরাফুলের চিটাগাং ভাইকিংসের কাছে। দুজনেই ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ। তবে বল হাতে ২ উইকেট পেয়েছেন এমপি মাশরাফি। দুই ক্রিকেটার তথা রংপুর ও চিটাগাংয়ের হারজিতকে আড়াল করে সব আলো কেড়ে নেয় মিরপুরের উইকেট। মাঠে গড়িয়েছে চার-ছক্কার বিপিএলের ষষ্ঠ আসর। অথচ প্রথম ম্যাচই লো-স্কোরিং। প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে লড়াইয়ের চেয়েও ব্যাটসম্যানদের বেশি যুজতে হয়েছে উইকেটের আচরণের সঙ্গে! টি-২০ ক্রিকেট যেখানে দর্শক বিনোদনের। সেখানে ব্যাটসম্যানদের চার ও ছক্কা হাঁকাতে নাভিশ্বাস উঠেছে। শীতের আবহাওয়ায় এমন উইকেটে আজ সন্ধ্যায় ফের নামছে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। প্রতিপক্ষ মাহমুদুল্লাহ রিয়াদ, কার্লোস ব্রেথহোয়েইটের খুলনা টাইটান্স। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছেন অস্ট্রেলিয়ার দুই নিষিদ্ধ ক্রিকেটার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। দুই অসি ক্রিকেটার এবারই প্রথম খেলবেন বিপিএলে। স্মিথের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট সিক্সার্সে খেলবেন ওয়ার্নার। চিটাগাং ভাইকিংসের বিপক্ষে খেলেননি ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’ ক্রিস গেইল। সকালে ঢাকায় আসেন ক্যারিবীয় জীবন্ত কিংবদন্তি। ক্লান্তিজনিত কারণে মাঠে নামেননি তিনি। তবে আজ মাঠে নামবেন। চিটাগাংয়ের বিপক্ষে তার অভাব টের পেয়েছে টম মুডির রংপুর। দলের আরেক তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের আসার কথা আসরের মাঝপথে। চিটাগাংয়ের কাছে ৩ উইকেটে হারের পর উইকেটের আচরণ নিয়ে বিস্মিত ক্রিকেটাররা। এমন উইকেটে আর যাই হউক, টি-২০ ম্যাচ হতে পারে না! ২০ ওভারের ম্যাচে রংপুরের সংগ্রহ ছিল ৯৮। সেই রান টপকাতে চিটাগাংকে খোঁয়াতে হয় ৭ উইকেট। রংপুরের প্রতিপক্ষ খুলনা আজই প্রথম নামছে। দলটির মূল নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ভরসার নাম কার্লোস ব্রেথহোয়েইট ও ডেভিড মালান। দুজনের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে খুলনার সাফল্য। বিশ্ব ক্রিকেটের দুই তারকা স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ে জড়িত থাকায় দুজনে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন এক বছর। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া অপরাপর ক্রিকেটে খেলার অনুমিত দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই সুবিধা নিয়ে দুজনে নাম লিখেছেন বিপিএলে। দুই তারকার উপস্থিতিতে বিপিএলও অনেক বেশি জমকালো এবার। স্মিথের দল কুমিল্লার অধিনায়ক দেশের সব ফরম্যাটের ক্রিকেটের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। বাঁ হাতি ওপেনার ছাড়াও দলটিতে রয়েছে ‘বুমবুম’ শহীদ আফ্রিদি, ইমরুল কায়েস, শোয়েব মালিক, থিসারা পেরেরা, এভিন লুইসদের মতো তারকা ক্রিকেটার। নিউজিল্যান্ড সফরে থাকায় শ্রীলঙ্কার থিসারা পেরেরা আজ মাঠে নামছেন না। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ৭৯ বলে ১৪০ রানের টর্নেডো ইনিংস খেলেছেন পেরেরা। তার এই আক্রমণাত্মক ব্যাটিং মিস করবে মোহাম্মদ সালাউদ্দিনের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শক্তিমত্তায় পিছিয়ে নেই প্রতিপক্ষ সিলেট সিক্সার্সও। দলটির নেতৃত্ব দিবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ওয়ার্নার। দলটিতে রয়েছে সাব্বির রহমান, নাসির হোসেনের মতো দুই স্থানীয় তারকা ক্রিকেটার। বিদেশিদের মধ্যে রয়েছেন আন্দ্রে ফ্লেচার, গুলবদীন নাঈম, নিকোলাসা পুরান ও সন্দীপ লামিচানের মতো ক্রিকেটার। লেগ স্পিনার লামিচান নেপালি ক্রিকেটার। তিনি বিগ ব্যাশে খেলছেন বলে এখনই আসছেন না ঢাকা। আজ খেলার পর একদিনের বিরতি। পরশু ফের মাঠে গড়াবে টান টান উত্তেজনার বিপিএল। ক্রিকেটপ্রেমীরা উপভোগ করবেন দেশি ও বিদেশি তারকা ক্রিকেটারদের চার-ছক্কার ফুলঝুরি।

সর্বশেষ খবর