রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চালকের আসনে ভারত

ক্রীড়া ডেস্ক

চালকের আসনে ভারত

শ্যন মার্শ বোল্ড। স্পিনার কুলদীপ যাদবকে জড়িয়ে উচ্ছ্বসিত ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি -এএফপি

সিডনি টেস্টের বাকি এখনো দুদিন। ৭ উইকেটে ৬২২ রান তুলে ঘোষণা করেছে ভারত। অস্ট্রেলিয়া ব্যাটিং করছে প্রথম ইনিংসে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ২৩৬। এখনো পিছিয়ে ৩৮৬ রানে। ফলোঅন এড়াতে টিম পেইনের অস্ট্রেলিয়ার দরকার এখনো ১৮৭ রান। অস্ট্রেলিয়া-ভারতের চার টেস্টের বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষটির চিত্র এমন। তিনদিন শেষে টেস্টের যে চিত্র, তাতে পাল্লা পুরোপুরি হেলে আছে সফরকারী ভারতের দিকে। যদি অবিশ্বাস্য কোনো কিছু না ঘটে, তাহলে ভারত হারছে না নিশ্চিত করেই বলা যায়! যদি না হারে তাহলে ইতিহাস গড়েই বাড়ি ফিরবেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, ঋশাভ পান্থরা।

১৯৪৭ সাল থেকে অস্ট্রেলিয়া সফর করছে ভারত। কিন্তু কোনোবারই সিরিজ জিতে দেশে ফিরতে পারেনি। ৭১ বছরের ইতিহাসে একবারই ভারত দুই টেস্টে জিতেছে। কিন্তু এবার অ্যাডিলেড ও মেলবোর্ন টেস্ট জিতে এরমধ্যেই সিরিজে চালকের আসনে বসে পড়েছে ভারত। অবশ্য পার্থে জিতে ব্যবধান কমিয়েছে স্বাগতিকরা। বৃষ্টিতে গতকাল তৃতীয় দিনের পুরোটা হতে পারেনি। ১৬.৩ ওভার আগেই খেলা বন্ধ হয়ে যায়। আগের দিনের বিনা উইকেটে ২৪ নিয়ে খেলতে নেমে দুই ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা ও কুলদ্বীপ যাদবের ঘূর্ণিতে নাকাল হয়ে পড়ে স্বাগতিক ব্যাটসম্যানরা। ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করে। এখনো পিছিয়ে আছে ৩৮৬ রানে। আজ চার নম্বর দিনে ফলোঅন এড়াতে স্বাগতিকের করতে হবে আরও ১৮৭ রান। হাতে ৪ উইকেট নিয়ে যা হিমালয় পাড়ি দেওয়ার শামিল।

স্বাগতিকদের ব্যাটিং লাইন ঘুরিয়ে দিতে সামনে থেকে ভুমিকা রেখেছেন যাদব। সিরিজে প্রথমবারের মতো খেলতে নেমেই ঘুর্ণিতে নাভিশ্বাস তুলে ছেড়েছেন স্বাগতিক ব্যাটসম্যানদের। ৭১ রানে নিয়েছেন ৩ উইকেট। অবশ্য পিছিয়ে ছিলেন না জাদেজাও। মেলবোর্নে ৬ উইকেট নেওয়া জাদেজা নিয়েছেন ২ উইকেট। দুই স্পিনার যেভাবে চোখ রাঙাচ্ছেন, তাতে জয়ের স্বপ্ন দেখতেই পারে ভারত। তবে অতি মানবীয় কিছুর অপেক্ষায় অস্ট্রেলিয়াও। বৃষ্টি  যেহেতু চোখ রাঙাচ্ছে,  তাতে পেসাররা ভালো করতেই পারেন। সেই মুহুর্তের অপেক্ষায় অসিরা। যদিও ইতিহাস বলছে, প্রথম ইনিংসে ৬০০ রান করে হারের কোনো ইতিহাস নেই টেস্ট ক্রিকেটে। গত বছর ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৫৯৫ রান তুলেও হেরেছিল বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসে এত রান করে ম্যাচ হারার রেকর্ড এটাই সবচেয়ে বড়। ভারতীয় স্পিনারদের দাপুটের মুখে একাই লড়েছেন ওপেনার মার্কাস হ্যারিস। খেলেছেন ৭৯ রানের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: প্রথম ইনিংস, ৬২২/৭, (ডি.)  (চেতেশ্বর পুজারা ১৯৩, ঋশাভ পান্থ ১৫৯*, রবীন্দ্র জাদেজা৮১)।

অস্ট্রেলিয়া: প্রথম ইনিংস, ২৩৬/৬, ৮৩.৩ ওভার ২৩৬/৬ (হ্যারিস ৭৯, উসমান খাজা ২৭, লাবুশেস ৩৮, শ্যন মার্শ ৮, হেড ২০, হ্যান্ডসকম ২৮*, পেইন ৫, কামিন্স ২৫*। শামি ১/৫৪, জাদেজা ২/৬২, কুলদীপ ৩/৭১)

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর