রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দুই ম্যাচে দুই চিত্র

ক্রীড়া প্রতিবেদক

দুই ম্যাচে দুই চিত্র

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে ৩ উইকেটে জয় পায় চিটাগাং ভাইকিংস। দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসকে ৮৩ রানে হারায় ঢাকা ডায়নামাইটস। প্রথম দিনে দুই ম্যাচে ছিল দুই রকম চিত্র। প্রথম ম্যাচে রানই হচ্ছিল না, আর দ্বিতীয় ম্যাচে ঢাকা দুইশর মতো রান করে। উদ্বোধনী ম্যাচের পর গতকাল রংপুর রাইডার্সের তারকা ব্যাটসম্যান রবি বোপারা ‘নতুন’ করে জানিয়ে দিলেন, মিরপুরের উইকেট ‘রহস্যময়’! তা না হলে কি, টি-২০তে ৯৯ রানের টার্গেট দিয়েও লড়াই জমিয়ে তোলা সম্ভব! প্রথম ম্যাচে রংপুর রাইডার্স করেছিল মাত্র ৯৮ রান। ছোট এই লক্ষ্য তাড়া করতে নেমেও শেষ ওভার পর্যন্ত ব্যাট করতে হয়ে চিটাগাং ভাইকিংসকে। বন্দরনগরীর দলটির সাত সাতটি উইকেটেরও পতন হয়েছিল। অথচ সেই একই উইকেটে দ্বিতীয় ম্যাচে রানের বন্যা বইয়ে দিল সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। রাজশাহী কিংসের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৮৯ রান করেছে। ৪১ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ঢাকার আফগান তারকা জাজাই। লোয়ার অর্ডারে মাত্র ১৪ বলে ৩৮ রানের অপরাজিত সাইক্লোন ইনিংস খেলেছেন শুভাগত হোম। গতকাল ঝড় তুলেছিলেন ডায়নামাইটসের উদ্বোধনী জুটি। জাজাই ও নারাইন মিলে গড়ে ১১৪ রানের জুটি। ঢাকায় দলীয় শতক পূরণ হয়েছে দশম ওভারে। শুরুর ঝড় দেখে মনে হচ্ছিল দুই শতাধিক রান হওয়াও কঠিন নয়। তবে দ্রুত কয়েকটি উইকেট পড়ায় রানের গতি কমে যায়। কিন্তু  শেষ দিকে আবার তা ব চালিয়েছেন শুভাগত। গতকাল সবচেয়ে বেশি ঝড় গেছে কিংসের বোলার আলাউদ্দীন বাবুর ওপর দিয়ে। তিন ওভারে তিনি দিয়েছেন ৫৩ রান।  মেহেদী মিরাজ তিন ওভারে দিয়েছেন ৩৮ রান। ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৬ রানেই গুটিয়ে যায় রাজশাহী কিংস।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর রাইডার্স : ৯৮/১০ (২০ ওভার), চিটাগং ভাইকিংস : ১০১/৭ (১৯.১ ওভার)

ঢাকা ডায়নামাইটস : ১৮৯/৫ (২০ ওভার), রাজশাহী কিংস : ১০৬/১০ (১৮.২ ওভার)

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর