সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

স্মিথের কাছে ওয়ার্নারের হার

ক্রীড়া প্রতিবেদক

স্মিথের কাছে ওয়ার্নারের হার

দুই বন্ধু স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার গতকাল বিপিএল খেলেছেন দুই প্রতিপক্ষ হয়ে -বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এই ষষ্ঠ আসরে সবচেয়ে আলোচিত দুই নাম স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। একজন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ক্যাপ্টেন, আরেকজন সিলেট সিক্সার্সের। বিপিএলে প্রথমবারের মতো খেলতে এসেছেন অস্ট্রেলিয়ার বল  টেম্পারিংয়ের দুই খলনায়ক। নিজেদের প্রথম ম্যাচেই তারা মুখোমুখি। বিষয়টি বেশ উপভোগ করছেন  ডেভিড ওয়ার্নার, ‘এখানে আমরা উভয়েই দলকে  নেতৃত্ব দিচ্ছি  সেটা দারুণ ব্যাপার। আমরা ছোটদের অবশ্যই অনেক জ্ঞান দেওয়ার চেষ্টা করব এবং অভিজ্ঞ লোকদের কাছ থেকে কিছু গ্রহণ করব।’

ব্যক্তিগতভাবে দুজনের কেউ-ই সফল হতে পারেননি, ওয়ার্নার করেছেন ১৪ রান আর স্মিথের ব্যাট থেকে এসেছে ১৬। তবে গতকাল জিতেছে স্মিথের দল। কুমিল্লা ভিক্টোরিয়ানস ৪ উইকেটে হারিয়েছে সিলেট সিক্সার্সকে।

মিরপুরে লো-স্কোরিং প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করেছিল সিলেট। ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও শেষ ওভার পর্যন্ত ব্যাট করতে হয়েছে কুমিল্লাকে।

গতকাল প্রথমে ব্যাট করতে দলীয় এক রানেই উইকেট হারায় সিলেট। ২৩ রানে তাদের দ্বিতীয় উইকেটের পতন। এরপর ৪৬ রানের মাথায় তৃতীয় ও চতুর্থ উইকেটের পতন ঘটে। নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় স্কোর বড় হয়নি। তবে টার্গেট ছোট হলেও কুমিল্লার ব্যাটসম্যানরাও বেশ ধুঁকেছেন। নতুন বলে মিরপুরে খেলা খুব কঠিন বলেই মনে করেন ওয়ার্নার, ‘প্রথম ৬ ওভার সব দলের জন্য মহা গুরুত্বপূর্ণ। নতুন বল বেশ চ্যালেঞ্জিং, একটা ঘোরে  তো অন্যটা ঘোরে না। নিজের অবস্থানে আপনাকে স্থির থাকতে হবে। ক্রিজ আঁকড়ে থেকে ধীরে ধীরে স্ট্রাইক বাড়াতে হবে। আমার মনে হয় ক্রস ব্যাটে শট  খেলা খুবই চ্যালেঞ্জিং।’

হারলেও স্থানীয় ক্রিকেটারদের নিয়ে বেশ সন্তুষ্ট সিলেট দলপতি ওয়ার্নার, ‘আমার দলের স্থানীয়  খেলোয়াড়দের অভিজ্ঞতা, জ্ঞান প্রতিপক্ষের বিরুদ্ধে  খেলার সময় কতটা ব্যবহার করতে পারব সেটাই গুরুত্বপূর্ণ। সাব্বির আমার সঙ্গে বেশ মানিয়ে উঠেছে। তাসকিন এবং আল আমিন তাদের ফিল্ডিং পজিশনটা  বোঝে। তারা জানে কোন বলটা করতে হবে। আমি তাদের ২৪ বলের জন্য দায়িত্ব দেব- এটাই আমার  নেতৃত্বের কৌশল। তারা খুব ভালো করেছে। তাদের নিয়ে আমি খুবই খুশি।’ অন্যদিকে স্টিভ স্মিথকে অধিনায়ক হিসেবে পেয়ে খুশি কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ মোহাম্মদ সালাউদ্দীন, ‘সবার সঙ্গে সে দ্রুত মানিয়ে নিচ্ছে। তার অধিনায়কত্বের ভালো দিক হচ্ছে, সবাইকে মুভমেন্টের মধ্যে রাখেন।’

কুমিল্লা ভিক্টোরিয়ানসের নিয়মিত অধিনায়ক ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। কিন্তু কাল একাদশ দেওয়ার পর দেখা যায়, তামিমের জায়গা ক্যাপ্টেন স্মিথ।

সর্বশেষ খবর