সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

১৪ বছর পর ফলোঅনে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

১৪ বছর পর ফলোঅনে অস্ট্রেলিয়া

কুলদ্বিপ যাদবের পেছনে হাস্যেজ্বল কোহলি

রবীচন্দন অশ্বিনকে ধন্যবাদ জানাতেই পারেন কুলদ্বীপ যাদব। ধন্যবাদ পেতে পারেন অধিনায়ক বিরাট কোহলিও। যদি সকালে ফিটনেস টেস্টে উতরে যেতেন অশ্বিন, তাহলে হয়তো ভ্রমণ করেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরতে হতো ২৪ বছর বয়স্ক বাঁ হাতি ‘চায়নাম্যান’ স্পিনার যাদবকে। সিডনির স্পিনিং উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে শেষ মুহূর্তে একাদশে যাদবকে ঠাঁই দেন কোহলি। তার প্রতিদানও দিয়েছেন বাঁ হাতি স্পিনার। তার মায়াবি ঘূর্ণিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের নাকাল করে একের পর এক সাজঘরে পাঠিয়ে ফলোঅনের লজ্জায় ফেলেছেন। যা ১৪ বছর পর ফের ফলোঅনে পড়েছে অস্ট্রেলিয়া। ২০০৫ সালে ট্র্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ফলোঅন করেছিল অসিরা। ঘরের মাঠে ফলোঅনে পড়েছে ১৯৫৫ সালের পর। সেবারও সিডনিতেই স্বাগতিকদের ফলোঅন করিয়েছিল ইংল্যান্ড। এবার নিয়ে চতুর্থবার অস্ট্রেলিয়াকে ফলোঅন করাল ভারত। ১৯৭৯-৮০ মৌসুমে ঘরের মাটিতে দুবার এবং ১৯৮৬ সালে সিডনিতে সর্বশেষ ফলোঅন করিয়েছিল ভারত।

তৃতীয় দিন বৃষ্টির জন্য শেষ সেসনে ১৬.৩ ওভার খেলা হয়নি। খেলা বন্ধ হওয়ার সময় স্বাগতিকদের স্কোর ছিল ৬ উইকেটে ২৩৬ রান। ফলোঅন এড়াতে দরকার ছিল ১৮৭ রান। হাতে ছিল ৪ উইকেট। তখনই মনে হয়েছিল ফলোঅন করতে হবে স্বাগতিকদের। গতকাল বৃষ্টিতে প্রথম সেসন খেলা হয়নি। তারপরও ফলোঅন এড়াতে পারেনি। কুলদ্বীপের স্পিনের জালে ধরা পড়ে ৩০০ রানে গুটিয়ে যায় টিম পেইনের দল। অবশ্য আগের দিনের সঙ্গে স্বাগতিকরা যোগ করে ৬৪ রান। কুলদ্বীপ ৬ টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়া সফরে খেলতে নেমে প্রথমবারের মতো তিনি ৫ উইকেট নিয়েছেন ৯৯ রানের খরচে। এর আগে গত অক্টোবরে ঘরের মাঠ রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৭ রানের খরচে নিয়েছিলেন ৫ উইকেট। সব মিলিয়ে ৬ টেস্টে তার শিকার ২২ উইকেট। ১৯৫৫ সালের পর এই প্রথম বাঁ হাতি ‘চায়নাম্যান’ স্পিনার অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেট নিয়েছেন। ৬৪ বছর আগে ১৯৫৫ সালে এই সিডনিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন ইংলিশ স্পিনার জনি ওয়ার্ডল। ৩২২ রানে পিছিয়ে থেকে বিনা উইকেটে ৬ রান তুলে দিন পার করেছে স্বাগতিকরা।

সর্বশেষ খবর