মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বার্সা জিতলেও হেরেছে রিয়াল

ক্রীড়া ডেস্ক

বার্সা জিতলেও হেরেছে রিয়াল

রিয়াল মাদ্রিদের পরাজয় এবং সেভিয়া-অ্যাটলেটিকোর ড্র বার্সেলোনাকে আরও এগিয়ে দিল স্প্যানিশ লা লিগায়। গত রবিবার বার্সেলোনা ২-১ গোলে অ্যাওয়ে ম্যাচে হারিয়েছে গেটাফেকে। রিয়াল মাদ্রিদ নিজেদেরই মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলে হেরে গেছে রিয়াল সুসিদাদের কাছে। আর সেভিয়ার মাঠে ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

লিওনেল মেসি (২০) এবং লুইস সুয়ারেজের (৩৯) গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের শেষদিকে একটা গোল হজম করে বার্সেলোনা। গেটাফের পক্ষে গোলটা করেন জেমি মাতা (৪৩)। বার্সা শিবিরেও শঙ্কা জেগেছিল। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোনো গোলই হয়নি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় নিয়েই বাড়ি ফিরেছে বার্সেলোনা। কাতালানরা মাঠে নামার বেশ কিছুক্ষণ আগে রিয়াল মাদ্রিদ নিজেদেরই মাঠে পরাজিত হয় রিয়াল সুসিদাদের কাছে। ম্যাচের তৃতীয় মিনিটেই উইলিয়ান হোসের গোলে এগিয়ে যায় সুসিদাদ। ৬১তম মিনিটে রিয়ালের লুকাস ভাজকুয়েজ লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখেন প্রতিপক্ষ মেরিনোকে ফাউল করে। ১০ জনের রিয়ালের জালে ম্যাচের ৮৩তম মিনিটে সুসিদাদের পক্ষে আরও একটা গোল করেন রুবেন পেদ্রো। আর সেভিয়ার বিপক্ষে অ্যাটলেটিকো পিছিয়ে পড়েও সমতায় ফিরে। সেভিয়ার উইসাম বেন ইয়েদার ৩৭তম মিনিটে গোল করেন। তবে প্রথমার্ধের শেষ মিনিটে গোল করে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান। স্প্যানিশ লা লিগায় ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থানে আরও মজবুত আসন গাড়ল বার্সেলোনা। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো, ৩৩ পয়েন্ট নিয়ে তিনে সেভিয়া, ৩১ পয়েন্ট নিয়ে চারে অ্যালাভেস এবং ৩০ পয়েন্ট নিয়ে পাঁচে রিয়াল মাদ্রিদের অবস্থান।

 

সর্বশেষ খবর