বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আবারও আফ্রিকার সেরা সালাহ

ক্রীড়া ডেস্ক

আবারও আফ্রিকার সেরা সালাহ

মিসরকে বিশ্বকাপে নিয়ে গেছেন। লিভারপুলকে তুলেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। চলতি মৌসুমেও ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল আছে শীর্ষে। মোহাম্মদ সালাহর অবদান অস্বীকার করার উপায় নেই। জাতীয় দল কিংবা ক্লাব সবখানেই সফল তিনি। এর স্বীকৃতিটাও পেয়ে চলেছেন তিনি। টানা দ্বিতীয়বারের মতো আফ্রিকা মহাদেশের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মিসরীয় তারকা  মোহামেদ সালাহ। মঙ্গলবার সেনেগালের রাজধানী ডাকারে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) আয়োজিত এক অনুষ্ঠানে ২০১৮ সালের  সেরা ফুটবলারের পুরস্কার গ্রহণ করেন লিভারপুলের এই তারকা। সেরা হওয়ার পথে তিন জনের তালিকায় থাকা সেনেগালের লিভারপুল তারকা স্যাডিও মানেও গ্যাবনের আর্সেনাল তারকা পিয়েরে-এমেরিক অবামেয়াঙকে পেছনে ফেলেন সালাহ। টানা দ্বিতীয়বারের মতো আফ্রিকার সেরা হয়ে সালাহ বলেন, ‘ছোটবেলা থেকে এই পুরস্কার জয়ের স্বপ্ন  দেখেছি আমি। আর এখন এটা আমি টানা দুবার জিতলাম।’ তিনি পরিবার, সতীর্থ এবং ভক্তদের ধন্যবাদ জানান। ট্রফিটা উৎসর্গ করেন মিসরকে। ২০১৮ সালে লিভারপুল ও মিসরের হয়ে সব প্রতিযোগিতা মিলে ৪৪টি গোল করেন সালাহ। ২০১৭-১৮ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩২টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। চলতি মৌসুমেও আছেন দারুণ ছন্দে। এ পর্যন্ত প্রিমিয়ার লিগে করেছেন ১৩ গোল।

সর্বশেষ খবর