শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পিছিয়ে যাচ্ছে পেশাদার লিগ

ক্রীড়া প্রতিবেদক

ফেডারেশনের ক্যালেন্ডার অনুযায়ী ৩০ নভেম্বর থেকে একাদশ পেশাদার লিগের পর্দা ওঠার কথা ছিল। তা হয়নি, হয়েছে স্বাধীনতা কাপ। মূলত জাতীয় সংসদ নির্বাচনের কারণে লিগ শুরু করা যায়নি। নির্বাচনের পর দেশের পরিবেশ কেমন থাকে তা গুরুত্ব দিয়ে লিগ পেছানো হয়। নতুন তারিখ অনুযায়ী ১৮ জানুয়ারি লিগ শুরু হওয়ার কথা। এখন না হওয়ারই সম্ভাবনা বেশি। আজ লিগ কমিটির সভা ডাকা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হবে লিগ ফের পেছাবে কি-না। কমিটির চেয়ারম্যান বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী এমপি জানান, সব কিছু নির্ভর করছে ক্লাবগুলোর ওপর। কারণ তাদের নিয়েই লিগ। আলোচনায় তারা যদি লিগ পেছাতে রাজি হয় আমরা নতুন শিডিউল নির্ধারণ করব। আবার রাজি না হলে লিগ পেছাবে না। সালাম বলেন, ‘বাইরের ভেন্যুগুলো কতটা প্রস্তুত তা আমাদের দেখতে হবে। কেননা প্রস্তুত ছাড়া ক্লাবগুলোই খেলতে রাজি হবে না। আর লিগ যদি পিছিয়েও যায় বড়জোর এক সপ্তাহের জন্য। আসলে কী যে হয় সভা শেষ না করে বলতে পারছি না।

ছোট বা মধ্যম সারির দলগুলো নাকি লিগ পেছানোর জোর দাবি তুলতে পারে। কেননা নিজেদের প্রস্তুতি ছাড়া তারা চাচ্ছে অংশগ্রহণ মানি, যে অর্থ লিগ কমিটির কাছে বকেয়া রয়েছে তা লিগের আগেই নিতে। এক্ষেত্রে আবার সমস্যা হচ্ছে শিরোপাপ্রত্যাশী বড় দলগুলোর। যত লিগ পেছাবে ততই তাদের অর্থ অপচয় হবে। শীর্ষস্থানীয় একটি ক্লাবের কর্মকর্তা জানান, এবার সপ্তাহে তিন দিন লিগ হবে। সেই ক্ষেত্রে লিগ শেষ করতে কত দিন সময় লাগবে সেটাই বড় চিন্তা। বিশেষ করে বিদেশিরা একদিনও যদি বেশি খেলে তাদের পুরো মাসের বেতন দিতে হবে। এই সমস্যার কথা বাফুফে যদি চিন্তা না করে তবে নির্ধারিত বাজেটের চেয়ে কত টাকা ব্যয় হবে তারা কি ভেবে দেখেছেন।’

 

 

সর্বশেষ খবর