রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রংপুর-রাজশাহী মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

রংপুর-রাজশাহী মুখোমুখি

কনুইয়ের ব্যথায় ঢাকা ছেড়ে চলে গেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ। মিরপুরের উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারেননি বিশ^সেরা এই ব্যাটসম্যান। কিন্তু তার উপস্থিতি নিশ্চিত করেই বিপিএলের ছয় নম্বরের আসরকে আলোকিত করেছিল অনেক বেশি। স্মিথ চলে গেলেও ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নারদের মতো তারকা ক্রিকেটারদের উপস্থিতি দর্শকপ্রিয়তা বাড়িয়েছে বিপিএলের। তবে দুর্ভাগ্য বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের। দুর্দান্ত ক্রিকেট খেলছে বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু ঠিকমতো ফিনিশিং হচ্ছে না বলে শতভাগ জয় নিয়ে শেষ করতে পারলো না মিরপুরের প্রথম পর্ব। পাঁচ পর্বে ভাগ করা বিপিএলের প্রথম পর্ব শেষ আজ। আসরে নিজেদের পাঁচ নম্বর ম্যাচ খেলতে নামছে মাশরাফির রংপুর রাইডার্স। প্রতিপক্ষ মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস। মিরপুর পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

গতকাল শেষ হয়েছে ১০ ম্যাচ। এখন পর্যন্ত কোনো ক্রিকেটারের ব্যাট থেকে বের হয়নি তিন অংকের জাদুকরি কোনো ইনিংস। সেঞ্চুরি না পেলেও আলো ছড়ানো ব্যাটিং করেছেন রংপুরের দক্ষিণ আফ্রিকান ওপেনার রিলি রুশো। খেলেছেন দুই দুটি হাফসেঞ্চুরির ইনিংস। পরশু রাতে ঢাকা ডায়নামাইটসের কাছে ২ রানে হেরে যাওয়া ম্যাচে রুশোর ব্যাট থেকে বেরিয়েছে ৪৩ বলে ৮৪ রানের ইনিংস। ঢাকা জিতলেও ম্যাচটিতে অ্যালিস আল ইসলামের বোলিং নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। বিপিএলে অভিষেক ম্যাচেই ইসলাম হ্যাটট্রিক করে ইতিহাস লিখেছেন। কিন্তু ‘দুসরা’ কিংবা ‘রং ওয়ান’ করার সময় তার কনুই এতটাই ভেঙে পরে, খালি চোখে মনে হয় ১৫ ডিগ্রির উপর সেটা বেঁকে যায়। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর নিজেদের প্রথম ম্যাচে শেষ মুহূর্তে হেরেছিল চিটাগং ভাইকিংসের কাছে। এরপর খুলনা টাইটানস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় নিয়ে ফিরে আসে লড়াইয়ে। ঢাকার কাছে হেরে কিছুটা পিছিয়ে পড়েছেন মাশরাফিরা। রাজশাহীর বিপক্ষে জিতলেই ৫ ম্যাচে তিন জয় নিয়ে সিলেট পর্বে পা রাখবেন বর্তমান চ্যাম্পিয়নরা। রাজশাহীকে হারানোর পণ করেই আজ মাঠে নামবে দল জানিয়েছেন রংপুরের কোচিং স্টাফের অন্যতম সদস্য মোহাম্মদ রফিক, ‘আমাদের পরিকল্পনা ভালো খেলা। তবে জয়ের পরিকল্পনা করেই আমরা মাঠে নামব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর